সংস্কৃত ভাষায় নর্মদা শব্দের অর্থ সুখপ্রদায়িনী। এই নদীকেই ধরা হয় উত্তর ও দক্ষিণ ভারতের প্রথাগত সীমারেখা হিসেবে।