অস্বস্তি চলছে ? মন অশান্ত ? শান্তির উপায় দিলেন প্রেমানন্দ মহারাজ

Published by: ABP Ananda
Image Source: ABP Live

প্রেমানন্দ মহারাজ এক মহান সাধক যার নানা কথায় শান্তির উৎস খুঁজে পান মানুষ।

Image Source: ABP Live

আমাদের ব্যস্ততাপূর্ণ জীবনে অশান্ত মনকে উপশম দেবে তার কিছু অমোঘ বাণী।

Image Source: ABP Live

প্রেমানন্দ মহারাজ বলেন আমাদের অবস্থান, খাওয়া-দাওয়াতেই লুকিয়ে অশান্তির কারণ।

Image Source: ABP Live

আমরা যদি নিজেরা অশান্ত স্থানে থাকি, তার প্রভাব পড়বে মনেও।

Image Source: ABP Live

ঈশ্বরের সান্নিধ্যে থাকলে সৎসঙ্গে থাকলে অশান্ত হবে না মন।

Image Source: ABP Live

খাদ্যেরও প্রভাব কাজ করে। রান্নার সময় কু-চিন্তা মনে এলে সেই অন্নে অশান্তি বাড়বে।

Image Source: ABP Live

ঈশ্বরের কীর্তন, সৎ চিন্তা করে খেলে তার প্রভাবে অস্বস্তি দূর হবে।

Image Source: ABP Live

কারো সামনে নিজের দুঃখজনক অবস্থার প্রদর্শন করবেন না, বলেন প্রেমানন্দজী।

Image Source: ABP Live