মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়।



রবি ও সোমবার সরস্বতী পুজো। জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী মা সরস্বতী।



তাঁর পুজো পুরোহিত ছাড়াই করা যায় ভক্তি ভরে। শুধু লাগবে কয়েকটি উপকরণ।



সরস্বতী পুজো করতে বিশেষ কয়েকটি সামগ্রীর উপকরণ প্রয়োজন হয়।



অবশ্যই লাগবে অভ্র-আবির, আমের মুকুল, যবের শিষ।



বিদ্যার দেবীর পুজোয় লাগবেই শ্লেট-পেন্সিল, দোয়াত-কলম। ফুলের মধ্যে লাগবে গাঁদা ও পলাশ ফুল।



পলাশ ফুল দেবীর পুজোর জন্য অত্যন্ত জরুরি।



যাঁরা শিল্পের অন্যান্য মাধ্যমের সঙ্গে যুক্ত, তাঁরা তাঁদের শিল্পের উপকরণগুলি নিবেদন করতে পারেন।



দেবীর পুজোয় নিবেদন করুন হলুদ। দিন সিঁদুর। নৈবেদ্যয় থাকুক চাল ও পাঁচ রকমের ফল ।



ফলের মধ্যে নারকেল ও কলা থাকলে ভাল।