বিশ্বাস, দুঃখ, কলহ, ব্যর্থতা কাটিয়ে সাফল্যের রাস্তায় এগিয়ে দিতে সাহায্য করেন ভগবান শনিদেব
abp live

বিশ্বাস, দুঃখ, কলহ, ব্যর্থতা কাটিয়ে সাফল্যের রাস্তায় এগিয়ে দিতে সাহায্য করেন ভগবান শনিদেব

Image Source: ABP Live AI
বড়ঠাকুরের আশীর্বাদে সহজ হয়ে যায় অনেক কঠিন পথ। তাই শ্রী শনিদেবের শরণে থাকতে চান ভক্তরা
abp live

বড়ঠাকুরের আশীর্বাদে সহজ হয়ে যায় অনেক কঠিন পথ। তাই শ্রী শনিদেবের শরণে থাকতে চান ভক্তরা

কীভাবে প্রসন্ন করবেন বড়ঠাকুরকে ? ভক্তরা বিশ্বাস করেন, নানা উপায়ে শনিদেবকে প্রসন্ন করা যায়। সেইমতো পুজো করা হয় তাঁর
abp live

কীভাবে প্রসন্ন করবেন বড়ঠাকুরকে ? ভক্তরা বিশ্বাস করেন, নানা উপায়ে শনিদেবকে প্রসন্ন করা যায়। সেইমতো পুজো করা হয় তাঁর

প্রত্যেক শুক্রবার রাতে কালো মুগ জলে ভিজিয়ে রাখতে হবে।
abp live

প্রত্যেক শুক্রবার রাতে কালো মুগ জলে ভিজিয়ে রাখতে হবে।

শনিবার ওই ভেজানো মুগ, জ্বলন্ত কয়লা, হলুদ আর লোহার টুকরো একসঙ্গে কালো কাপড়ে বেঁধে জলে ভাসিয়ে দিলে শনিদেবের রোষানল থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস

abp live

ঘোড়ার নাল থেকে তৈরি আংটি শুক্রবার সারারাত কাঁচা দুধে ভিজিয়ে রেখে শনিবার সকালে বাঁ হাতের মধ্যমায় ধারণ করলে বড়ঠাকুর প্রসন্ন হন বলে বিশ্বাস।

abp live

শনিদেবের সাড়ে সাতি থেকে মুক্তি পেতে শনিবার অশ্বত্থ গাছে ৭ বার সুতো বাঁধতে বাঁধতে শনিমন্ত্র জপ করতে হবে

abp live

পরে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। ব্রত করছেন এমন ব্যক্তির দিনে একবার নুন ছাড়া খাবার গ্রহণ করা উচিত

abp live

কালো রঙের গরুর পুজো করে সেবা করলে শনিদেব প্রসন্ন হন বলে বিশ্বাস। এতে সাড়ে সাতির প্রভাবও কেটে যায়।

abp live

সর্ষের তেল শনিদেবের পছন্দের। শনিবার অশ্বত্থ গাছথের নিচে সর্ষের তেল প্রদান শুভ বলে মনে করা হয়

abp live

হাতের মাপে ১৯ গুণ বড় কালো সুতো দিয়ে মালা তৈরি করে শনিবার তা ধারণ করলে শনিদেব প্রসন্ন হয়ে আশীর্বাদ করেন বলে বিশ্বাস।

সাড়ে সাতির প্রভাব থেকেও চটজলদি মুক্তি মেলে

abp live

এছাড়া প্রতি শনিবার আটাচাকির আটা দিয়ে তৈরি দুটো রুটি গরুকে খাওয়ালে ঘরে সুখ-শান্তি বজায় থাকে।

abp live

প্রতি শনিবার শনিদেবের পুজো করে, তাঁর মূর্তির কাছে সর্ষের তেল প্রদান করলে তিনি প্রসন্ন হন বলে বিশ্বাস

ABP Ananda

ডিসক্লেমার : এবিপি লাইভ ধর্ম ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না।
প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।