শনিদেব, পশ্চিম দিকের প্রভু। তাই তাঁর পূজা ও ব্রত পাঠ করার সময় পশ্চিম দিকে মুখ করে করা উচিত বলে বিশ্বাস।