শনিদেব, পশ্চিম দিকের প্রভু। তাই তাঁর পূজা ও ব্রত পাঠ করার সময় পশ্চিম দিকে মুখ করে করা উচিত বলে বিশ্বাস।
ABP Ananda

শনিদেব, পশ্চিম দিকের প্রভু। তাই তাঁর পূজা ও ব্রত পাঠ করার সময় পশ্চিম দিকে মুখ করে করা উচিত বলে বিশ্বাস।



শনিদেবের পূজা করার সময় ওনার মূর্তির সামনে দাঁড়াবেন না। বরং পাশে কোথাও ভক্তিসহকারে বসুন বা দাঁড়ান
ABP Ananda

শনিদেবের পূজা করার সময় ওনার মূর্তির সামনে দাঁড়াবেন না। বরং পাশে কোথাও ভক্তিসহকারে বসুন বা দাঁড়ান



শনিদেবের চোখে চোখ রেখে দাঁড়াবেন না পূজা চলাকালীন। ওনার দৃষ্টির কোপ যেন অজান্তে আপনার উপর না পড়ে
ABP Ananda

শনিদেবের চোখে চোখ রেখে দাঁড়াবেন না পূজা চলাকালীন। ওনার দৃষ্টির কোপ যেন অজান্তে আপনার উপর না পড়ে



ভক্তরা শনিবার মদ, মাংস, মুসুর ডাল খাবেন না ভুলেও। জীবনে কষ্ট আরও ঘিরে ধরবে।
ABP Ananda

ভক্তরা শনিবার মদ, মাংস, মুসুর ডাল খাবেন না ভুলেও। জীবনে কষ্ট আরও ঘিরে ধরবে।



ABP Ananda

বয়স্ক মানুষ, পশু-পাখিকে উত্ত্যক্ত করে যারা, শনির রোষে পড়বে তারা। তাই এসব করার আগে হাজারবার ভাবতে হবে



ABP Ananda

বড়ঠাকুর শান্তিপ্রিয়। তাই কলহ যে বাড়িতে নিয়মিত তাদের উপর শনিদেবের কৃপাদৃষ্টি যে পড়বে না তা স্বাভাবিক।
বিশেষ করে শনিবার শান্তি বজায় রাখুন।


ABP Ananda

যাঁরা ব্রত করছেন, শনিবার ভক্তিভরে অশ্বত্থ গাছে জল দান করুন। সঙ্গে সন্ধেয় জ্বালান প্রদীপ।



ABP Ananda

বলা হয়, শনিদেব ও সূর্যদেব পরস্পরের শত্রু। সূর্যোদয়ের সময় তাই শনিদেবের পূজা করা যায় না। তিনি স্বীকার করেন না।



ABP Ananda

শনিদেবের পূজার সঠিক সময় হল সূর্যাস্তের পর।



এছাড়াও লাল ফল, লাল ফুল ও লাল কাপড় শনিপুজোয় দেবেন না।



abp live

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো

সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।