সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি, খিচুড়ি আর গাঁদা ফুলের মালা৷



নতুন শাড়ি, পুষ্পাঞ্জলির ‍ফুল, ধূপের সুবাস, সবার অলক্ষ্যে অপরিচিতর চোখে পড়ে নেওয়া অচেনা মুগ্ধতা৷



বলতে গেলে নতুন বছরের প্রথম পুজো। এবার কবে পড়েছে সরস্বতী পুজো?



অনেকে বলছেন ২ ফেব্রুয়ারি রবিবার। কেউ বলছেন ৩ ফেব্রুয়ারি, সোমবার।



মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ওই দিন সকাল ৯টা বেজে ১৫ মিনিটে।



৩ ফেব্রুয়ারি সকাল ৬টা বেজে ৫০ মিনিট পর্যন্ত চলবে এই তিথি।



তাই রবিবার থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠতে পারবে পড়ুয়ারা।



সোমবার ভোরেও দেওয়া যাবে পুজো। তাই কারও কারও এবার সরস্বতী পুজোয় ২ দিনের সেলিব্রেশন।



২ ফেব্রুয়ারি সকাল ৯.১৪ থেকে বেলা ১২.০১ পর্যন্ত পুজো করার সেরা সময়।



শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সঙ্গেই হাটে-বাজারে, দাম-দস্তুর, প্রতিমা বেছে নেওয়া, হইহুল্লোড় শুরু হল বলে !