সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি, খিচুড়ি আর গাঁদা ফুলের মালা৷
ABP Ananda

সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি, খিচুড়ি আর গাঁদা ফুলের মালা৷



নতুন শাড়ি, পুষ্পাঞ্জলির ‍ফুল, ধূপের সুবাস,  সবার অলক্ষ্যে অপরিচিতর চোখে পড়ে নেওয়া অচেনা মুগ্ধতা৷
ABP Ananda

নতুন শাড়ি, পুষ্পাঞ্জলির ‍ফুল, ধূপের সুবাস, সবার অলক্ষ্যে অপরিচিতর চোখে পড়ে নেওয়া অচেনা মুগ্ধতা৷



বলতে গেলে নতুন বছরের প্রথম পুজো। এবার কবে পড়েছে সরস্বতী পুজো?
ABP Ananda

বলতে গেলে নতুন বছরের প্রথম পুজো। এবার কবে পড়েছে সরস্বতী পুজো?



অনেকে বলছেন ২ ফেব্রুয়ারি রবিবার। কেউ বলছেন ৩ ফেব্রুয়ারি, সোমবার।
ABP Ananda

অনেকে বলছেন ২ ফেব্রুয়ারি রবিবার। কেউ বলছেন ৩ ফেব্রুয়ারি, সোমবার।



ABP Ananda

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ওই দিন সকাল ৯টা বেজে ১৫ মিনিটে।



ABP Ananda

৩ ফেব্রুয়ারি সকাল ৬টা বেজে ৫০ মিনিট পর্যন্ত চলবে এই তিথি।



ABP Ananda

তাই রবিবার থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠতে পারবে পড়ুয়ারা।



ABP Ananda

সোমবার ভোরেও দেওয়া যাবে পুজো। তাই কারও কারও এবার সরস্বতী পুজোয় ২ দিনের সেলিব্রেশন।



ABP Ananda

২ ফেব্রুয়ারি সকাল ৯.১৪ থেকে বেলা ১২.০১ পর্যন্ত পুজো করার সেরা সময়।



শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সঙ্গেই হাটে-বাজারে, দাম-দস্তুর, প্রতিমা বেছে নেওয়া, হইহুল্লোড় শুরু হল বলে !