শনিদেবের সাড়েসাতির কথা কার আর অজানা ! প্রতি রাশির উপর শনি সাড়েসাতির প্রভাব চলে। এই সময়, নিষ্ঠাভরে থেকে দিনযাপন করতে হয়।
মনে করা হচ্ছে, শনি সাড়েসাতির প্রভাব মেষ, মীন, কুম্ভ রাশির উপর থাকবে ২০২৫ অর্থাৎ চলতি বছরে।
কীভাবে কাটাবেন শনি সাড়েসাতি। কী রয়েছে উপায় ? শনিদেবের কুনজর বা কুপ্রভাব থেকে বাঁচতে কী কী করবেন ? দেখে নেওয়া যাক, বিভিন্ন বিশেষজ্ঞ কী বলে থাকেন ?
সৎ এবং সৎকর্মকারীদের উপর বড়ঠাকুরের প্রসন্ন সদা বজায় থাকে। শনিদেবকে প্রসন্ন করার জন্য মনে সর্বদা থাকুক সদাচার ভাব।
শনিবার শনিদেবকে সর্ষের তেল অর্পণ করুন। সর্ষের তেল শনিদেবের প্রিয় বলে মনে করা হয়।
এর পাশাপাশি, শনিবার ছায়াদান করলে শনিদেবের অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যাবে বলে বিশ্বাস।
এর জন্য, একটি লোহার পাত্রে তেল নিন, তাতে নিজের প্রতিচ্ছবি দেখুন এবং সেই তেল দান করুন। এটি করলে উপকার হবে বলে বিশ্বাস।
এর পাশাপাশি, গরিবদের সাহায্য করুন। শনি সাড়েসাতি থেকে মুক্তি দিতে এটিও সাহায্য করতে পারে।
এছাড়াও, শনিবার দেবাদিদেব মহাদেব, দেবী পার্বতী এবং শ্রী হনুমানের পুজো করলেও শনি সাড়েসাতির কুপ্রভাব থেকে মুক্তি পেতে পারেন।
এছাড়াও কিছু কাজ থেকে দূরে থাকলেই ভাল। মিথ্যা কথা বলার অভ্যাস পালটাতে হবে। ছাড়তে হবে মদ খাওয়া।
ঝগড়াবিবাদ থেকে সরে থাকতে হবে। মানুষকে সাহায্য করতে হবে। হনুমান চালিশা ও সুন্দর কাণ্ড পাঠ করুন।
ডিসক্লেমার : এবিপি লাইভ জ্যোতিষ বা বাস্তুু, পূজা-বিধি সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।