নতুন গাড়ি কেনার পর হোক বা সিনেমার শ্যুটিং শুরুর আগে, কেন সর্বদা নারকেল ফাটিয়েই হয় শুভারম্ভ?

Published by: ABP Ananda
Image Source: abplive

প্রাচীন কাল থেকেই যে কোনও শুভ কাজের সূচনা নারকেল ফাটিয়ে করার রীতি প্রচলিত আছে।

Image Source: abplive

নারকেল ফোটানো অহংকার ত্যাগের প্রতীক হিসেবে ধরা হয়।

Image Source: abplive

নারকেলের সাদা অংশটি বিশুদ্ধ হৃদয় এবং সত্যের প্রতীক।

Image Source: abplive

নারকেলের শক্ত খোল খারাপ জিনিস দূর করার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

Image Source: abplive

নারকেল ভগবানের পছন্দের জিনিস।

Image Source: abplive

তাই এটা ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করা হয়।

Image Source: abplive

নারকেল ভাঙলে কাজে ইতিবাচক শক্তির সঞ্চার হয়।

Image Source: abplive

নারিকেলের জল পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক।

Image Source: abplive

এই প্রথা পালনের মাধ্যমে প্রতিটি কাজ শুভ ও সফল হবে বলে আশা করা হয়।

Image Source: abplive