সামনেই মুক্তি পাবে নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে', তার আগে অন্য মেজাজে নায়িকা সোলাঙ্কি রায়।



লাল পোশাকে বোহো ট্রাঙ্ক ক্যাফের এক্সিবিশন সিপ এন শপ-এ হাজির ছিলেন সোলাঙ্কি



সোলাঙ্কির ছবি 'শহরের উষ্ণতম দিনে' মুক্তি পাবে এই মাসের শেষেই। তার আগে প্রচারে ব্যস্ত নায়িকা



'শহরের উষ্ণতম দিনে' ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন সোলাঙ্কি



আজ এই এক্সজিবিশনে উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান আকাশলীনা বন্দ্যোপাধ্যায়



গল্প, আড্ডায় জমল মেজাজ, মেঘলা দিনে অন্য মেজাজে ধরা দিলেন রুপোলি পর্দার তারকারা।



উদ্বোধনের মুহূর্তে ক্যামেরাবন্দি রূপাঞ্জনা, সোলাঙ্কি। হাজির ছিলেন যুধাজিত সরকারও



কলকাতার আবেশ মাখা এক প্রেমের গল্প বলতে পর্দায় আসছে শহরের উষ্ণতম দিনে