ঠান্ডায় যখন জবথবু অবস্থা, রুম হিটার ছাড়া চলে না

কিন্তু অত্যধিক রুম হিটার ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে

বিদ্যুৎ, গ্যাস চালিত এবং ইনফ্র্যারেড, রুম হিটার হয় নানা রকমের

বেশি রুম হিটার চালালে, ঘরের বাতাসকে শুষ্ক হয়ে যায়

ত্বকের শুষ্কতা বাড়ে, চোখ, গলা শুকিয়ে যায়, শ্বাসকষ্ট, নাকবন্ধ, সংক্রমণমবাড়ে

রুম হিটার থেকে কার্বন মনোক্সাইড বেরোয়

শ্বাস নেওয়ার সময় শরীরে গেলে বিষক্রিয়া হতে পারে

মাথার যন্ত্রণা, বমি বমি ভাব, মাথাঘোরার সমস্যা দেখা দেয়

ধুলো ভেসে ওঠে উপরের দিকে, হতে পারে অ্যালার্জিও