লাল রং দেখলে কি
সত্যিই রেগে যায় ষাঁড়?


লাল পরে সামনে গেলে
ষাঁড় কি তাড়া করে?


জনমনে এমন ধারণা
থাকলেও, তা সত্য নয়


কারণ বিজ্ঞান বলছে,
ষাঁড় কালার ব্লাইন্ড


অর্থাৎ চোখ থাকলেও
রংয়ের তফাত বোঝে না


তাই লাল রং দেখে
রেগে যাওয়া সম্ভবই নয়


আসলে লাল রংয়ের কাপড়
নড়াচড়া করলেই টনক নড়ে


কিছু নড়তে দেখে সেই
লক্ষ্যের দিকে ছোটে


ষাঁড়ের লড়াইয়ে তাহলে
লাল কাপড় কেন ব্যবহৃত হয়?


ক্ষত এবং রক্ত ঢাকতেই
লাল কাপড় ব্যবহারের চল