হঠাৎ করেই স্কিনে কালচে ছোপ ? রাত জেগে কাজ করার প্রভাব সরাসরি ত্বকে ? ঘরোয়া কিছু উপায়েই ফিরিয়ে আনতে পারেন জৌলুস। খরচও তেমন কিছু নয়। একটি আস্ত টমেটো একটি ব্লেন্ডারে দিন এবং একটি লেবু চেপে নিন। টমেটো ও লেবুর মিশ্রণটি যেন ঘন হয়। ফেসপ্যাকটি মুখে লাগিয়ে ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন। শসা ত্বকের জন্য বিশেষ উপকারী। শসার রস ও লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। বাদাম বা নারকেল তেল, এক গুচ্ছ নিম পাতা, তুলসী পাতা দিয়ে তৈরি করুন ফেস প্যাক। ফেসিয়াল ম্যাসাজের জন্য বাদাম, নারকেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। সাদা দই ও মধুর মিশ্রণ ত্বকের কালো ছোপ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে।