পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষায় সোনম কপূর আর আনন্দ আহুজা।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দের সঙ্গে বিয়ে হয় অনিল কপূর কন্যার।

আজ ৩৭ বছরে পা দিলেন সোনম কপূর।

এই বছর তাঁর জন্মদিনের উপহার যেন মাতৃত্বই।

আজ সকালে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সোনম।

সোনম পূর্ণগর্ভা। সন্তানের অপেক্ষায় রয়েছেন তারকা দম্পতি।

আজ সকালে সোশ্যাল মিডিয়ায় আবু জানি সন্দীপ খোসলার পোশাকে সেজে ছবি ভাগ করে নিয়েছেন সোনম।

সাদা পোশাকে অপূর্ব দেখাচ্ছে সোনমকে, উন্মুক্ত তাঁর গর্ভ।

গোটা পোশাকে মুক্তোর কাজ। সোনমের চুলেও সাজেও ছিল চমক।

সোনম লিখেছেন, 'মাতৃত্ব এবং জন্মদিনে আমি নিজের অনুভূতিকে আমার সাজের মধ্যে দিয়ে প্রকাশ করব ঠিক করেছিলাম।'