'স্ট্রিট ফুশড- এর নাম শুনলে জিভে জল আসে না এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা।

ভারতের বিভিন্ন শহরের অলিগলিতে পাওয়া যায় দারুণ স্বাদের বিভিন্ন রকমের স্ট্রিট ফুড।

বন্ধুরা একসঙ্গে দল বেঁধে বেরোলে আড্ডার সঙ্গে অবশ্যই থাকে এইসব স্ট্রিট ফুড।

তাই চলুন একনজরে দেখে নেওয়া যাক ভারতের বিখ্যাত কিছু স্ট্রিট ফুডের সম্ভার।

মুম্বইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড বড়া পাও। এখন পাওয়া যায় কলকাতাতেও।

রোল, চাউমিন, মোগলাই- স্ট্রিট ফুড বলতেই এইসব জিভে জল আনা খাবারের ছবি চোখের সামনে ভেসে উঠতে বাধ্য।

তেলেভাজা থেকে ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি, চাট- সব স্ট্রিট ফুডই ভীষণ লোভনীয়।

রাস্তার পাশের দোকানে ভাঁড়ে ধোঁয়া ওঠা গরম চা-ও কিন্তু স্ট্রিট ফুড হিসেবে মাস্ট।

আজকাল রাস্তার পাশের দোকানে বাহারি কাবাবও পাওয়া যায়। চেখে দেখতেই পারেন।

বন্ধুদের সঙ্গে আড্ডায় বেরোলে তাই সঙ্গী হোক লোভনীয় স্ট্রিট ফুড।