একবার সানট্যান পড়ে গেলে, স্বাভাবিক ত্বক ফিরে পাওয়া সময়সাপেক্ষ।

তবে কিছু ঘরোয়া টোটকা ম্যাজিকের মতো কাজ করে।

লেবুর রস, শসার রস আর গোলাপ জল মিশিয়ে একটা তরল তৈরি করে মুখে লাগান।

টমেটে ঘষে, লেবুর রসের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন ত্বকে।

টক দই , ওটস আর মধু দিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান।

লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের মাসাজ করে মিনিট কুড়ি রাখুন

দই-বেসন-কাঁচা হলুদের মিশ্রণ ত্বকের পরিচর্যায় ব্যবহার করা যায়।

টোম্যাটো, তরমুজ ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

কফিবীজের গুঁড়োর সঙ্গে নারকেল তেল ও চিনি মিশিয়ে মুখে লাগান।

চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।