আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো, সন্ধ্যারতি।

তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজা। দিনভর ভক্তদের ঢল। পুজো ..আরতি... মায়ের ভোগ।

কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ। বিশেষ এই দিনে তারা মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত।

কথিত আছে, এই তিথিতেই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা।

ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে। সেই থেকে এই দিনে পালিত হয় কৌশিকী অমাবস্যা।

অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা। যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ।

বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। সেইমতো এদিন ভোর সাড়ে চারটেয় হয় মঙ্গলারতি।

রীতি মেনে দুপুরের ভোগে মাকে দেওয়া হয় শোল মাছ পোড়া। মধ্যাহ্ন ভোগ।

কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। তন্ত্র ও শাস্ত্র মতে, ভাদ্র মাসের এই তিথিতে কঠিন সাধনায় সিদ্ধিলাভ করা সম্ভব।

কৌশিকী শব্দের আভিধানিক অর্থ, আদ্যাশক্তির রূপ বিশেষ। পুরাণ মতে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আদ্যাশক্তি।