বীরভূমের তারাপীঠ ,

বীরভূমের তারাপীঠ , এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন বামাক্ষ্যাপা।

কথিত আছে, কৌশিকী তিথিতে তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা।

কথিত আছে, কৌশিকী তিথিতে তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা।

তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নিচে বসে সাধনা করেন সাধক বামদেব।

তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নিচে বসে সাধনা করেন সাধক বামদেব।

ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে।

ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে।

কিংবদন্তী বলে, বশিষ্ঠ মুনি তারাকে মাতৃরূপেই পেতে চেয়েছিলেন ৷

কিংবদন্তী বলে, বশিষ্ঠ মুনি তারাকে মাতৃরূপেই পেতে চেয়েছিলেন ৷

তারাপীঠে

তারাপীঠে বিশ্বাস, বশিষ্ঠকে দর্শন দিয়ে মা শিলায় প্রবেশ করেন ৷

শুধুমাত্র মাতারা রূপে নয়

শুধুমাত্র মাতারা রূপে নয় রাজরাজেশ্বরী, এক জটা বা নীল সরস্বতী রূপেও পুজো করা হয় তারাপীঠে

ভক্ত মনে বিশ্বাস,

ভক্ত মনে বিশ্বাস, বশিষ্ঠকে দর্শন দিয়ে মা শিলায় প্রবেশ করেছিলেন৷

লোকের বিশ্বাস,

লোকের বিশ্বাস, সমুদ্রমন্থনের সময়, বিষপান করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব ৷

কিংবদন্তী বলে,

কিংবদন্তী বলে, শিবকে স্তন্যপান করিয়ে বিষমুক্ত করেছিলেন তারা ৷