ফোনে ১ ঘণ্টা চার্জ দিতে কত খরচ হয় ? ফোনে চার্জ দিতে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগে। শক্তিশালী ফাস্ট চার্জারে আরও সময় কম লাগে। অনেকক্ষেত্রেই হয় যে চার্জিংয়ে রেখে অনেকেই খুলতে ভুলে যান। দেখা যাক, স্মার্টফোন চার্জ দিতে কত বিদ্যুৎ খরচ হয়। ফোনের চার্জার সাধারণত ৫ ওয়াট বিদ্যুৎ নেয়। ফাস্ট চার্জারে ১ ঘণ্টায় ১০ থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। সাধারণ চার্জারে মাসে ০.১৫ ইউনিট বিদ্যুৎ পোড়ে। তবে ফাস্ট চার্জারে ০.৬০ থেকে ৩ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। ৭ টাকা ইউনিট প্রতি খরচ হলে মাসে বিল হবে ২১ টাকা পর্যন্ত।