এলইডি টিভি ফেটে যেতে পারে ? এলইডি টিভি যাদের বাড়িতে আছে, তাদের সতর্কতা জরুরি। যে কোনও ইলেকট্রনিক্স যন্ত্রে বিস্ফোরণ হতে পারে। এলইডি টিভিতে ক্যাপাসিটর থাকে। এই ক্যাপাসিটর বিদ্যুৎ সঞ্চয় করে রাখে। স্ট্যান্ডবাই মোডে থাকলে এই ক্যাপাসিটর বিদ্যুৎ জোগান। টিভিতে হঠাৎ করে বেশি বিদ্যুৎ চলে এলে বিস্ফোরণ ঘটতে পারে। এখনকার টিভিতে পাওয়ার ডাম্পার থাকলেও সমস্যা হতে পারে। একটানা অনেকক্ষণ চললে টিভির সার্কিটে বিস্ফোরণ ঘটতে পারে। তবে প্রথমে ধোঁয়া বেরনো শুরু হবে, তারপর বিস্ফোরণ হবে।