দোল কিংবা হোলি। রঙের উৎসবে মাতোয়ার হন আট থেকে আশি। রং খেলায় মেতে ওঠেন সকলেই। চলে দেদার হুল্লোড়-মজা



আবির থেকে বাঁদুরে রং। পিচকারি থেকে বেলুন। রঙ খেলার রকমারি উপায় রয়েছে। রং খেলার ছবি তোলাও আবশ্যিক



রং খেলার সময় তাই কড়া নজর রাখতে হয় সঙ্গে থাকা ইলেকট্রনিক গ্যাজেটেও। বিশেষ করে মোবাইল ফোনের দিকে



কীভাবে সাবধানে রাখবেন নিজের মোবাইল ফোন? রং খেলার আনন্দের সঙ্গে মোবাইলও সাবধানে রাখতে মানতেই হবে কিছু টিপস



রং খেলার সময় হাতে রং বা আবির থাকা অবস্থায় কখনও ফোন ধরবেন না। ফোন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।



আবিরের গুঁড়ো কোনও ভাবে ফোনে ঢুকে গেলে সমস্যায় পড়তে পারেন। সম্ভব হবে প্লাস্টিকের প্যাকেটে ফোন রাখুন



পিচকারির রঙিন জলে ভিজে দোল খেলছেন? সেই সময় সঙ্গে আপনার ফোন না রাখলেই ভাল হয়।



ফোনের চার্জিং পোর্ট, অডিও জ্যাকের পোর্ট, স্পিকার- এসব জায়গায় রং, জল বা আবিরের গুঁড়ো লেগে ক্ষতির আশঙ্কা থাকে।



ভাল মানের কোনও টেপ দিয়ে এই জায়গাগুলি ঢেকে দিন, নাহলে সমস্যা হতে পারে।



ফোনের অন্যতম দামি অংশ স্ক্রিন। আঘাত লাগলে ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। স্ক্রিনে যেন রং বা জল না পড়ে।