মোটো জি০৪ ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে রয়েছে একটি Unisoc চিপসেট। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে এই ফোনে। তার উপরে রয়েছে হোল পাঞ্চ কাট আউট। সেখানে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। মোটো জি০৪ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৬৯৯৯ টাকা। মোটো জি০৪ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ফোনের ক্ষেত্রে মোটোরোলা সংস্থা ৭৫০ টাকার এক্সচেঞ্জ অফার রেখেছে। এর ফলে ফোনের দাম আরও কমে হচ্ছে ৬২৪৯ টাকা। ফ্লিপকার্ট ছাড়াও মোটো জি০৪ ফোন মোটোরোলার অফিশিয়াল ওয়েবসাইট এবং অফলাইনে বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে। এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ১৬ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর, যেখানে আবার রয়েছে এলইডি ফ্ল্যাশ। মোটো জি০৪ ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। মোটো জি০৪ বাজেট ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট।