স্মার্ট রিং এর আগে অনেক সংস্থাই লঞ্চ করেছে। তবে স্যামসাং এই প্রথম।

স্মার্ট রিং এর আগে অনেক সংস্থাই লঞ্চ করেছে। তবে স্যামসাং এই প্রথম।

ABP Ananda
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ ইভেন্টে প্রকাশ্যে এসেছে স্যামসাং গ্যালাক্সি রিং।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ ইভেন্টে প্রকাশ্যে এসেছে স্যামসাং গ্যালাক্সি রিং।

ABP Ananda
ভারতে নয়েজ এবং বোট এই দুই কোম্পানি ইতিমধ্যেই স্মার্ট রিং লঞ্চ করেছে।

ভারতে নয়েজ এবং বোট এই দুই কোম্পানি ইতিমধ্যেই স্মার্ট রিং লঞ্চ করেছে।

ABP Ananda
শাওমি সংস্থারও স্মার্ট রিং রয়েছে। তবে স্যামসাং এই প্রথম তাদের স্মার্ট রিং প্রকাশ্যে এনেছে।

শাওমি সংস্থারও স্মার্ট রিং রয়েছে। তবে স্যামসাং এই প্রথম তাদের স্মার্ট রিং প্রকাশ্যে এনেছে।

ABP Ananda

চলতি বছরের মধ্যেই বিভিন্ন দেশে স্যামসাং গ্যালাক্সি রিং লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

ABP Ananda

এই স্মার্ট রিং- এর সাহায্যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নজর রাখা যাবে, তার জন্য একটি নতুন অ্যাপের সাহায্য নেওয়া হবে।

ABP Ananda

এই অ্যাপের নাম My Vitality Score। এই অ্যাপের মাধ্যমে শুধু যে ইউজারের বিভিন্ন হেলথ অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে তাই নয়, প্রয়োজনীয় হেলথ টিপসও ইউজারদের দেবে এই অ্যাপ।

ABP Ananda

স্যামসাং গ্যালাক্সি ওয়াচের সঙ্গে এই নতুন স্মার্ট ডিভাইস গ্যালাক্সি রিং যাতে কাজ করতে পারে সেই কাজও করছে কর্তৃপক্ষ।

ABP Ananda

আপাতত গ্যালাক্সি রিং শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি ফোনের সঙ্গেই সংযুক্ত করা যাবে, এমনভাবেই তৈরি হয়েছে।

ABP Ananda

অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোনের সঙ্গে সংযুক্ত হয়ে গ্যালাক্সি রিং কবে থেকে কাজ করবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। এর পাশাপাশি স্যামসাং সংস্থা গ্যালাক্সি রিং ডিভাইসের দাম সম্পর্কেও এখনও কোনও আভাস দেয়নি।

ABP Ananda