কাজের হোক বা শখের। মোবাইল ফোন সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ



অনেকে টাকা জমিয়ে বা লোন করেও শখের দামি মোবাইল কেনেন। তাই সেটি ভাল রাখতে কিছু পদক্ষেপ জরুরি।



স্ক্রিন ভাল রাখতে গেলে প্রতিদিন মোবাইলের স্ক্রিন সাফ করতে হবে, এর জন্য সবচেয়ে কাজে দেবে মাইক্রোফাইবার কাপড়



ফোনের কিনারায়, স্ক্রিনের চারপাশে ধুলো-ময়লা জমে যায়, সেগুলি কাপড় দিয়ে, স্ক্রিন ক্লিনসার ব্যবহার করে পরিষ্কার করতে হবে।



মাইক্রোফাইবার কাপড় ছাড়া অন্য কোনও অমসৃণ কাপড় বা কাগজ দিয়ে সাফ করলে স্ক্রিনে স্ক্র্যাচ পড়তে পারে।



অ্যালকোহল ওয়াইপ বা Wet Tissue দিয়ে ফোন মোছেন অনেকে।



ফোনে কভার পরানো থাকলে, সেই কভার খুলে ফোন পরিষ্কার করতে হবে। সাফ করতে হবে কভারও।



জলে ভেজা কাগজ বা কাপড় দিয়ে ফোন স্ক্রিন মোছা উচিত নয়।



মোবাইলের পোর্টে যেন কোনওরকম জল বা স্ক্রিন ক্লিনসার না ঢোকে।



সারাদিনে নানা কারণে মোবাইলের স্ক্রিনে হাত লাগে। চশমার কাচ যেমন যত্ন করতে হয়, তেমন করেই যত্ন করুন মোবাইল ফোনের স্ক্রিনও



Thanks for Reading. UP NEXT

দোল খেলার সময় সঙ্গে ফোন? আগেই সেরে রাখুন এগুলি

View next story