লঞ্চের দিনকয়েক হতে না হতেই আইফোন ১৭ নিয়ে ভেসে আসছে একাধিক অভিযোগ

Published by: ABP Ananda

অনেক প্রতিবেদনে বলা হয়েছে আইফোন ১৭ সিরিজ়ের গ্রাহকরা নেটওয়ার্ক সমস্যাগুলির সম্মুখীন হচ্ছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করেছেন বলে খবর।

মনে করা হচ্ছিল যে এই সমস্যাটি কিছু মডেলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, তবে ক্রমেই এই বিষয়ে অভিযোগকারীর সংখ্যা বাড়ছে।

আইফোন ১৭ প্রো মডেলগুলিতে একটি বৃহৎ অ্যান্টেনা সিস্টেম রয়েছে। এটি নেটওয়ার্ক সংযোগের সমস্যাগুলি প্রতিরোধ করার কথা ছিল, তবে এখানে ঠিক উল্টোটা ঘটার খবর ভেসে আসছে।

Published by: ABP Ananda

নেটওয়ার্ক সংযোগ নিয়ে অভিযোগ করা ব্যবহারকারীরা বলছেন যে তাদের পুরনো আইফোনগুলোতে নেটওয়ার্ক নিয়ে এই সমস্যাগুলি হত না

আপেলও এই সমস্যাটি স্বীকার করছে। একটি ক্ষেত্রে, কোম্পানি ফোন ফেরত দেওয়ার প্রস্তাবও দিয়েছে। জানা যাচ্ছে যে এটি একটি ফার্মওয়্যার সম্পর্কিত সমস্যা যা পরবর্তী আপডেটে ঠিক করা হবে।

আইফোন ১৭ সিরিজের সূচনা পর কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি মানুষ বুক করেছে বলে দাবি করা হচ্ছিল।

এখানেই শেষ নয়। এই ১৭ সিরিজ়ে ক্যামেরাতে প্রতি ১০টি ছবির মধ্যে একটিতে কালো বা অদ্ভুত বাক্স দেখা যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

কিছু ক্ষেত্রে সাদা রেখা দেখা যাচ্ছে। যদিও, এটি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতেই ঘটে। অ্যাপলের তরফে এই বাগের উপস্থিতি স্বীকার করেছে।