বদহজমের সমস্যায় ভোগেন অনেকেই, কারও কারও ক্ষেত্রে রোগ গুরুতর ওষুধ খেয়ে কষ্ট থেকে রেহাই মেলে যেমন, কিছু ভেষজও রেহাই দিতে পারে ম্যালো গাছের শিকড় সেদ্ধ করে চায়ে মিশিয়ে পান করতে পারেন শুধু জমিয়ে রান্না করতেই কাজে লাগে না, বদহজমও দূর করে দারচিনি যষ্টিমধু এক রকমের গাছের শিকড়, এতে প্রদাহ বিরোধী উপাদান থাকে রেস্তরাঁয় গেলে খাওয়ার পরে হাতে পান, আসলে মৌরি হজমেও সাহায্য করে পেটের সমস্যা থেকে মুক্তি দেয় ক্যামোমিল টি, খাওয়ার আগে বা পরে পান করতে পারেন আদায় প্রদাহ-প্রতিরোধী উপাদান রয়েছে, বমি বমি ভাব দূর করে, হজমশক্তি বাড়ায় গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট পেশি শিথিল করে, পুদিনায় দূর হয় বদহজম ওষুধের পাশাপাশি ভেষজও রেহাই দেয়, আগে কথা বলুন চিকিৎসকের সঙ্গে