করোনাকালে একাধিক দেশে লকডাউন সহ বিধি জারি করা হয়। যাতে স্বাভাবিক জীবনযাপন যেমন ক্ষতিগ্রস্থ হয়েছে, তেমনই পর্যটন শিল্পেও কাঁটা হয়ে দাঁড়িয়েছে করোনা।

বিশেষত যাঁরা পর্যটনপ্রেমী মানুষ তাঁরা আরও বেশি সমস্যায় পড়েছেন। সংক্রমণের গ্রাফ খানিকটা নিম্নমুখী হওয়ায় আবার বেরিয়ে পড়ছেন পর্যটকরা। আবার ঘুরতে যাওয়ার ছাড়পত্র মিললেও সঙ্গে মনে রাখতে হচ্ছে নানা বিষয়।

তাই ঘুরতে যাওয়ার আগে, বিশেষ করে রোড ট্রিপে যাওয়ার বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে।

আবার শেষ মুহূর্তের প্রস্ততি পর্বে কোন কোন জিনিস সঙ্গে নেবেন, তারও তালিকা করে নিতে হবে।

নিজের গাড়ি হলে, তার ঠিক কী অবস্থা সেটা একবার দেখে নিতে হবে। গাড়িতে রাখতে হবে প্রয়োজনীয় কিট এবং টায়ার।

লাইসেন্স, বীমা কাগজপত্র এবং ব্যক্তিগত আইডি সঙ্গে রাখতে হবে।

ঘুরতে যাওয়ার ক্ষেত্রে গুগল ম্যাপ অত্যন্ত প্রয়োজনীয়। তাই রুট ম্যাপ দেখে নেওয়া ভাল রোড ট্রিপের আগে।

যে রাস্তা দিয়ে রোড ট্রিপে যাবেন, সেই রাস্তার কী অবস্থা অর্থাৎ রাস্তা খারাপ বা জ্যাম আছে কি না তা একবার দেখে নিতে হবে।

কোনও একটা রাস্তার উপর ভরসা করে রোড ট্রিপ পরিকল্পনা না করাই ভাল। বিকল্প রাস্তা জেনে রাখা উচিত। পাশাপাশি প্রয়োজনে স্থানীয়দের সঙ্গে কথা বলে নেওয়া যেতে পারে।

গাড়িতে শিশু থাকলে ফোনের পরিবর্তে অন্য কোনও খেলা বা বাচ্চাদের জন্য বিকল্প অ্যাক্টিভিটিপ ব্যবস্থা করতে হবে। রং, আঁকার খাতা, পাজল গেম রাখা যেতে পারে।