প্রথমে ফ্রিজ থেকে সব বার করে বাইরে রাখুন। একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে ভিতরে জমা ময়লা সাফ করে নিন। একটি পাত্রে বেকিং সোডা আর ভিনিগার সমপরিমাণে নিন। দুটি ভাল করে মিশিয়ে মিশ্রণটি যেখানে দাগ রয়েছে সেখানে দিন। এর পর পাঁচ মিনিট মিশ্রণটি বসে যাওয়ার সময় দিতে হবে। মিশ্রণটি বসে গেলে স্পঞ্জ দিয়ে মুছে তুলে নিন। ফ্রিজের দাগ দূর করতে লেবুর রসও ব্যবহার করা যায়। লেবুর রস দাগের উপর ছড়িয়ে কিছুক্ষণ রেখে মুছে নিন। এবার পাত্রে গরম জলের মধ্যে বাসন মাজার সাবান কিছুটা গুলে নিন। ওতে একটি স্পঞ্জ ডুবিয়ে নিমে ফ্রিজের তাকগুলি মুছে নিতে হবে।