ঠান্ডায় ত্বকের যত্নের পাশাপাশি নিতে হবে নখের যত্নও



হ্যান্ড ক্রিমের সঙ্গে ক্যাস্টর ওয়েল এবং আমন্ড মিশিয়ে ২০ মিনিট মাখুন নখে



নখ ভাঙা রুখতে এবং সতেজ রাখতে ব্যবহার করুন ময়শ্চারাইজার



বারবার হাত ধোওয়ার অভ্যাস বন্ধ করতে হবে



নখের নোংরা দূর করতে হবে, সময় মতো কাটতে হবে



কাজ করার সময় গ্লাভস ব্যবহার করুন



নেলপলিশ পরার আগে রিমুভার দিয়ে নখ পরিষ্কার করুন



সপ্তাহে দু থেকে তিনবার নখ ফাইল করতে হবে



সবুজ শাক সবজি সহ অ্যাভোকাডো, ওয়ালনাট খেতে হবে



প্রতি দুসপ্তাহে অন্তত একবার ম্যানিকিওর করতে হবে