আজ ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে সম্প্রচারিত হবে সন্ধে ৮টার সময়। বিচারকের আসনে থাকবেন মৌনী রায়, বাংলায় এটাই প্রথম কাজ তাঁর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উষসী রায়ও। বিচারে মতামত থাকবে তাঁরও। সবসময়ের মতোই শো-টির সঞ্চালনা করবেন অঙ্কুশ হাজরা। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে নাচের প্রতিযোগিতার এই গ্র্যান্ড ফিনালে। বেগুনি বেনারসিতে অপরূপা শ্রাবন্তী, বিচারকের আসনে বসে এদিন স্মৃতিমেদুর তিনিও। লাল সালোয়ার কামিজে এদিন সেজেছিলেন শুভশ্রী, এদিন স্মৃতি হাতড়েছেন তিনিও। এদিন বিশেষ অতিথি হিসেবে উষসীর সঙ্গে এসেছিলেন গৌরব চক্রবর্তী মহাগুরু হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। বিচারকের মঞ্চে এদিন ছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়ও।