২০০৮ সালে উইম্বলডন ফাইনালে নাদালের- জকোভিচ লড়াই, ৬-৪, ৬-৪, ৬-৭, ৬-৭, ৯-৭ সেটে জয় পান নাদাল সেটিই নাদালের কেরিয়ারের প্রথম উইম্বলডন খেতাব জয় নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে মুখোমুখি হয়েছিলেন ২০১৩ উইম্বলডন ফাইনালে ম্যাচে ৬-৪, ৭-৫, ৬-৪ ব্যবধানে কেরিয়ারের প্রথম উইম্বলডন খেতাব জিতেছিলেন মারে ২০০৫ সালে ফাইনালে লিন্ডসে ডাভেনপোর্টের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন ভেনাস উইলিয়ামস ২ ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে ৪-৬, ৭-৬ (৭-৪), ৯-৭ ব্যবধানে জয় পেয়েছিলেন ভেনাস ২০১৯ সালে ৪ ঘণ্টা ৫৭ মিনিটের কঠিন লড়াই হয় নোভাক জকোভিচ-রজার ফেডেরারের মধ্যে ৭-৬ (৫), ১-৬, ৭-৬(৪), ৫-৬, ১৩-১২(৩) সেটে জয় পেয়েছিলেন জকোভিচ ২০০৪ উইম্বলডন ফাইনালে সবাইকে চমকে চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৭ বছরের টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা সেরেনা উইলিয়ামসের ৬-১, ৬-৪ স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিয়েছিলেন শারাপোভা