চলছে World Breastfeeding Week। মাতৃদুগ্ধের উপকারিতা নিয়ে সচেতনতা গড়ে তুলতে এই সপ্তাহ-পালন।



মা ও সন্তানের শারীরিক সুস্থতা অনেকটাই নির্ভর করে মাতৃদুগ্ধ দান ও পানের উপর। 



দুজনের ইমোশনাল বন্ডিংও অনেক ক্ষেত্রে এর উপর নির্ভরশীল।



নির্দিষ্ট সময়ের আগেই অনেক মা সন্তানকে ব্রেস্টফিড করানো বন্ধ করে দেন।



মনে রাখতে হবে, জন্মের পর ৬ টি মাস শিশুকে মায়ের দুধ ছাড়া কিচ্ছুটি না।



মা স্তন দান করতে নানারকম সমস্যায় পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।



কোনও মায়ের শরীরে দুধ কম এলেও মাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে।



বারবার শিশুকে দিয়ে দুধ টানাতে হবে। তাতে করেই স্তনে দুধ আসবে।



নিপলস-এ  ক্ষত তৈরি হলেও থামানো যাবে না ফিডিং।



নিপল শিল্ড ব্যবহার করে ব্রেস্ট ফিডিং চালু রাখতে হবে।