সান বাংলায় নতুন শুরু হওয়া ধারাবাহিক 'কনস্টেবল মঞ্জু'তে এখন মহাসপ্তাহ পর্ব। নতুন কোনও সমস্যার মুখে পড়তে চলেছে মঞ্জু? কোন নতুন মোড় ধারাবাহিকের গল্পে? ধারাবাহিকের গল্প অনুযায়ী রসুলপুর থানায় একটি নিখোঁজ মেয়ের কেস আসে। সেই মেয়েকে খুঁজতে যায় মঞ্জু। এই কাজে বেরিয়ে কনস্টেবল মঞ্জু জানতে পারে, এবারের ভোটে দাঁড়ানো প্রার্থী তুষার রক্ষিতের একাধিক বেআইনি কীর্তিকলাপের কথা। মঞ্জুকে দমিয়ে রাখতে এবং তাকে ভয় পাওয়ানোর জন্য তার থেকে কেড়ে নেওয়া হয় মাথার ছাদ এবং তার বাবার শেষ স্মৃতি তাদের পৈতৃক বাড়ি। এবার লড়াই করতে মঞ্জু নেমে আসে রাস্তায়। অন্যদিকে অর্জুনও এই বিপদের দিনে মঞ্জুর পাশে না দাঁড়িয়ে তুষার রক্ষিতকেই সাহায্য করতে থাকে। এবার মঞ্জু নিজের চাকরি ও মাথার ওপর ছাদ, দুইই কীভাবে ফিরে পাবে? কী হয় জানা যাবে 'কনস্টেবল মঞ্জু'র মহাসপ্তাহে, যা শুরু হয়েছে ২০ এপ্রিল থেকে, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রের নাম অর্জুন ও মঞ্জু। অর্জুনের চরিত্রে অভিনয় করেন শুভ্রজিৎ সাহা। মঞ্জুর চরিত্রে দেখা যায় দিয়া বসুকে।