কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ একের পর এক ধামাকা। নয়া চমক দেবে সোহাগ।



'সোহাগ চাঁদ' ধারাবাহিক প্রথম থেকেই ছকভাঙা। 'বডি পজিটিভিটি'র মতো গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দিয়ে এসেছে এই ধারাবাহিক।



সোহাগের বাবা তপন এক দুর্নীতি কাণ্ডের শিকার হয়। সব পুঁজি হারিয়ে প্রায় সর্বহারা অবস্থা এখন তার। এই ধাক্কা সামলাতে না পেরে, গুরুতর হৃদরোগে আক্রান্ত সে।



এই সময় পরিবারের পাশে এসে দাঁড়ায় সোহাগ, এক নতুন রূপে। ব্যাঙ্কের চাকরি হারিয়ে সোহাগও এখন কর্মহীন। তাহলে কীভাবে সে নেবে পরিবারের দায়িত্ব?



নিজের 'বডি পসিটিভিটি'কে হাতিয়ার করে এবার সোহাগ হবে 'বাউন্সার'। কিন্তু বাউন্সারদের কাজের ক্ষেত্রে মূলত পুরুষদেরই আধিপত্য।



সোহাগের এই রূপ দেখে চাঁদের মাথায় হাত! 'বাউন্সার সোহাগ' কি পারবে বাজিমাত করতে? এরপর কী হবে?



অভিনেতা নীল চট্টোপাধ্যায় যোগ দিতে চলেছেন 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের কাস্টে। অর্ণ বসুর চরিত্রে তাঁকে দেখা যাবে। অর্ণ বসু খোয়াইয়ের প্রাক্তন স্বামী।



এক বেসরকারি অফিসে চাকরি করে সে। তাকে এমনিতে দেখে মনে হয় খুব শান্ত স্বভাবের, কিন্তু এদিকে বউকে অতিরিক্ত সন্দেহ করে।



এমনকী, খোয়াইয়ের কোনও পুরুষ বন্ধুর সঙ্গে কথা বলা এবং চাকরি করা নিয়ে নিত্যদিন ঝামেলা লেগে থাকত দু'জনের মধ্যে।



'ওসিডি'তে পর্যন্ত ভোগে এই অর্ণ বসু। সে আবার ফিরে এসেছে বহু বছর পর এবং সঙ্গে একটি দাবি নিয়ে এসেছে - মেয়ে কোপাইয়ের কাস্টডি চাই তার।