অর্ণ বসু, খোয়াইয়ের প্রাক্তন স্বামী, তাদের মেয়ে কোপাইয়ের কাস্টডি ছিনিয়ে নিতে আদালতকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করতে থাকে।



অন্যদিকে, খোয়াই এবং সায়ন তাদের নতুন ছোট্ট পরিবারকে একসঙ্গে রাখার জন্য মরিয়া হয়ে ওঠে।



অনেক বুদ্ধি খাটিয়ে তাদের আইনজীবী অবশেষে একটি বড় মতলব আঁটে। সে প্রস্তাব দেয় খোয়াই আর সায়নের বিয়ের।



যেহেতু অর্ণ এবং খোয়াইয়ের অনেক বছর আগেই আইনি বিচ্ছেদ হয়েছে, তাই এই অপ্রত্যাশিত মিলনই হতে পারে তাদের জন্য একটি তুরুপের তাস।



এই মতলবে সামিল হয় চাঁদ এবং সোহাগ। এরপর যেমন ভাবা তেমন কাজ।



দু'জনে চুপচাপ সায়ন এবং খোয়াইয়ের বিয়ে দেয় একটি কালীমন্দিরে এবং পরের দিন আদালতের সামনে প্রস্তুত করে তাদের বিয়ের সার্টিফিকেটটি।



এরপর? তাহলে কি অবশেষে অর্ণ বসু হার মানবে খোয়াইয়ের কাছে?



কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ এবার দেখানো হবে 'কোর্টরুম কমেডি'।



অভিনেতা নীল চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের কাস্টে। খোয়াইয়ের প্রাক্তন স্বামী অর্ণ বসুর চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে।



সোহাগের চরিত্রে এই ধারাবাহিকে অভিনয় করেন অন্বেষা রায় মুখোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বীর শর্মাকে দেখা যায় চাঁদের চরিত্রে।