'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এখন এক হাড়হিম করা অধ্যায়। পরিস্থিতির ফেরে হদিশ পাওয়া যাচ্ছে না সোহাগের। কোনও চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না তার।
ABP Ananda

'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এখন এক হাড়হিম করা অধ্যায়। পরিস্থিতির ফেরে হদিশ পাওয়া যাচ্ছে না সোহাগের। কোনও চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না তার।



সন্দেহ আরও বাড়তে থাকে, আর চাঁদ দোষ দেয় দুর্জয়কে। ননী যখন দুর্জয়ের ষড়যন্ত্রের কথা ফাঁস করে, তখন চাঁদের দাবি, দুর্জয়ই অপহরণ করিয়েছে সোহাগকে।
ABP Ananda

সন্দেহ আরও বাড়তে থাকে, আর চাঁদ দোষ দেয় দুর্জয়কে। ননী যখন দুর্জয়ের ষড়যন্ত্রের কথা ফাঁস করে, তখন চাঁদের দাবি, দুর্জয়ই অপহরণ করিয়েছে সোহাগকে।



কিন্তু দুর্জয় প্রবলভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে চলে। তার দাবি, এই কাজের সঙ্গে সে কোনওভাবেই জড়িত নয়।
ABP Ananda

কিন্তু দুর্জয় প্রবলভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে চলে। তার দাবি, এই কাজের সঙ্গে সে কোনওভাবেই জড়িত নয়।



ফলে গোটা পরিস্থিতি আরও অনিশ্চয়তার অন্ধকারের দিকে এগিয়ে যেতে থাকে।
ABP Ananda

ফলে গোটা পরিস্থিতি আরও অনিশ্চয়তার অন্ধকারের দিকে এগিয়ে যেতে থাকে।



ABP Ananda

ঠিক যে সময় আশার আলো নিভতে শুরু করেছে, সেই মুহূর্তে এক নতুন কথা জানা যায়। শোনা যায়, দুর্জয়ের লোকজন, ভুল মানুষকে অপহরণ করেছে।



ABP Ananda

কিন্তু এই কথা যদি সত্যি হয়, তাহলে সোহাগ কোথায়?



ABP Ananda

একটি ভুতুড়ে ফোন এরপর চাঁদের হৃদয়ে ছুরির মতো আঘাত করে যখন সে সোহাগের মৃত্যুর মর্মান্তিক দুঃসংবাদ পায়। সোহাগ কি সত্যিই মৃত?



ABP Ananda

চাঁদের পায়ের তলার মাটি সরতে থাকে, সবকিছু ঝাপসা হয়ে যেতে থাকে! সোহাগ আর নেই, কিছুতেই বিশ্বাস করতে পারে না সে। দুঃস্বপ্নের মতো লাগতে থাকে সবকিছু তার।



ABP Ananda

তাদের সবেমাত্র শুরু হতে চলা প্রেমকাহিনির অঙ্কুরেই বিনাশ হবে?



ABP Ananda

ভাগ্যের এই নির্মম পরিহাসে সোহাগ ও চাঁদ কি হেরে গেল? নাকি লুকিয়ে আছে অন্য কোনও সত্য? উত্তর মিলবে 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে।