চাঁদ ও সোহাগের সন্তান চরকি। এই কথা জানতে পেরে গেছে সে। কালার্স বাংলার 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এবার কি চরকির হাত ধরে পুনর্মিলন হবে তার পরিবারের?
ABP Ananda

চাঁদ ও সোহাগের সন্তান চরকি। এই কথা জানতে পেরে গেছে সে। কালার্স বাংলার 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এবার কি চরকির হাত ধরে পুনর্মিলন হবে তার পরিবারের?



সোহাগের মুখোমুখি চরকি। খুদে মনের একটাই প্রশ্ন, তার মা কেন তাকে নিজের বাবা সম্পর্কে মিথ্যা কথা বলেছিল? ভাষা হারিয়ে ফেলে সে।
ABP Ananda

সোহাগের মুখোমুখি চরকি। খুদে মনের একটাই প্রশ্ন, তার মা কেন তাকে নিজের বাবা সম্পর্কে মিথ্যা কথা বলেছিল? ভাষা হারিয়ে ফেলে সে।



তার এমন কঠিন পরিস্থিতি দেখে সায়ন ও খোওয়াই সোহাগকে পরামর্শ দেয় যে চাঁদকে এবার তার সম্পূর্ণ সত্যি কথাটা বলে দেওয়াই ভাল।
ABP Ananda

তার এমন কঠিন পরিস্থিতি দেখে সায়ন ও খোওয়াই সোহাগকে পরামর্শ দেয় যে চাঁদকে এবার তার সম্পূর্ণ সত্যি কথাটা বলে দেওয়াই ভাল।



নিজের মনকে শান্ত করে, শক্তি জোগাড় করে সোহাগ অবশেষে চাঁদকে ফোন করে। কিন্তু সেই ফোনের সাড়া পায় না। উত্তর দেয় না চাঁদ।
ABP Ananda

নিজের মনকে শান্ত করে, শক্তি জোগাড় করে সোহাগ অবশেষে চাঁদকে ফোন করে। কিন্তু সেই ফোনের সাড়া পায় না। উত্তর দেয় না চাঁদ।



ABP Ananda

এরমধ্যে দুলালের থেকে ফোন চেয়ে চরকি কল করে চাঁদকে। কলকাতায় চাঁদকে আমন্ত্রণ জানায় চরকি, তাকে কথা দেয় যে সে একটা সারপ্রাইজ রেখেছে তার জন্য।



ABP Ananda

ব্যস্ত শহরে পা রাখতেই চাঁদ দেখে যে বিপদে চরকি। রাস্তায় একটা গাড়ি ধেয়ে আসছে চরকির দিকে। তাকে বাঁচাতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় চাঁদ।



ABP Ananda

দুর্ঘটনার পর রাস্তায় লুটিয়ে পড়ে চাঁদ। জ্ঞান হারানোর আগের মুহূর্তে সে শেষ শুনতে পায় যে বাবার জন্য কেঁদে ভাসাচ্ছে চরকি।



ABP Ananda

এরপর যখন চাঁদ ও সোহাগ মুখোমুখি হয়, অনেকদিনের জমে থাকা ক্ষোভে যেন আগুন লাগে নতুন করে। লুকিয়ে রাখা সত্য জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে চাঁদ।



ABP Ananda

মা-বাবার ঝগড়া দেখে ছোট্ট চরকি সিদ্ধান্ত নেয়, পরিবারে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব সেই নেবে। শীঘ্রই হরিপুরে ফিরবে তারা একসঙ্গে।



ABP Ananda

কিন্তু দীর্ঘ ৬ বছর পর কি চরকি ও সোহাগকে মেনে নেবে দুই পরিবার? চরকির আসল পরিচয় জানতে পেরে কী প্রতিক্রিয়া হবে তাদের?