চাঁদ ও সোহাগের সন্তান চরকি। এই কথা জানতে পেরে গেছে সে। কালার্স বাংলার 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এবার কি চরকির হাত ধরে পুনর্মিলন হবে তার পরিবারের?