কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'। প্রায় ৬ বছর পর মুখোমুখি সোহাগ ও চাঁদ। মাঝে তাদের সন্তান চরকি! সে কি সত্যিটা জানতে পারবে? সোহাগ ও চাঁদের সন্তান চরকি। কিন্তু এই সত্যটা সোহাগ বা চরকি কেউই জানে না। নিজের বাবাকে খুঁজতে বদ্ধপরিকর চরকি। কিন্তু এখন সে গভীরভাবে 'আহত'। হঠাৎই নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলে ছোট্ট চরকি। অসহায় পরিস্থিতিতে পড়ে মা সোহাগ। নিজেকেই যেন সে দায়ী করতে থাকে মেয়ের এমন অবস্থার জন্য। তার মনে হতে থাকে চাঁদের আসল পরিচয় নিয়ে রাজের সঙ্গে তার কথোপকথন হয়তো শুনে ফেলেছে চরকি। তারপরেই এমন হয়েছে খুদের। ওদিকে চিকিৎসকের তরফে জানানো হয় যে চরকি প্রবল আঘাত পেয়েছে কোনও কারণে। তার চিন্তায় ধীরে ধীরে অস্থিরতা বাড়তে থাকে চাঁদের। সত্যিটা চাঁদকে বলার জন্য বারবার সোহাগকে অনুরোধ করতে থাকে রাজ। কিন্তু চাঁদকে ফোন করতে তখনও ইতস্তত করতে থাকে সোহাগ। যদিও অবশেষে ফোন করে সে। যতক্ষণে সোহাগ ফোন করে, তখন আর চাঁদ তার কোনও কথা শুনতে রাজি নয়। বরং চরকির সঙ্গে দেখা করতে ছুট্টে যায় সে। চরকির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে চাঁদ। চরকির কাছে যখন প্রায় পৌঁছতে যাবে চাঁদ, তখন মাঝরাস্তায় তাকে আটকায় সোহাগ। ফের একবার তারা মুখোমুখি। সোহাগ মুখ ফুটে সত্যিটা চাঁদকে জানায় অবশেষে। চাঁদকে সোহাগ জানায় যে চরকি তাঁদের দু'জনের সন্তান। এই খবর পেয়ে আনন্দে বিহ্বল হয়ে ওঠে চাঁদ। সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে বুকে আগলে ধরতে দৌড়ে যেতে চায় চাঁদ, কিন্তু তার আগে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় সে। এরপর?