নতুন কাপড় বা নতুন জামা কিনলেই মনে হয় কবে পরা হবে। যে কোনও অনুষ্ঠানেই নামিয়ে পরে ফেলা হয় সেই জামা।
ABP Ananda
Image Source: Pexels, Pixabay

নতুন কাপড় বা নতুন জামা কিনলেই মনে হয় কবে পরা হবে। যে কোনও অনুষ্ঠানেই নামিয়ে পরে ফেলা হয় সেই জামা।

জামা পরা তো হল। তারপরেই শুরু হয় চিন্তা। রং উঠবে না তো? তাহলে জামা নষ্ট হবে, অন্য জামাও নষ্ট হয়ে যেতে পারে।
ABP Ananda
Image Source: Pexels, Pixabay

জামা পরা তো হল। তারপরেই শুরু হয় চিন্তা। রং উঠবে না তো? তাহলে জামা নষ্ট হবে, অন্য জামাও নষ্ট হয়ে যেতে পারে।

অনেকসময় বারবার ধুলেও রং ওঠা বন্ধ হয় না। যতবার ধোওয়া হয় ততবারই রং ওঠে সেই কাপড় বা জামা থেকে
ABP Ananda
Image Source: Pexels, Pixabay

অনেকসময় বারবার ধুলেও রং ওঠা বন্ধ হয় না। যতবার ধোওয়া হয় ততবারই রং ওঠে সেই কাপড় বা জামা থেকে

এর জেরে ধোওয়ার সময় অন্য ভাল কাপড় নষ্ট হয়ে গিয়েছে এমনটাও অনেকের ক্ষেত্রেই হয়েছে।
Image Source: Pexels, Pixabay

এর জেরে ধোওয়ার সময় অন্য ভাল কাপড় নষ্ট হয়ে গিয়েছে এমনটাও অনেকের ক্ষেত্রেই হয়েছে।

Image Source: Pexels, Pixabay

এই সমস্যা এড়ানোর জন্য একটি অসাধারণ ঘরোয়া টোটকা রয়েছে। যা প্রয়োগ করলে সমস্যা মিটবেই।

Image Source: Pexels, Pixabay

রং ওঠে এমন কাপড়গুলো প্রথমে আলাদা করে রাখতে হবে। সব রঙের কাপড় একসঙ্গে রাখা যাবে না।

Image Source: Pexels, Pixabay

এবার একটি বালতি বা গামলায় সাধারণ তাপমাত্রা জলে প্রথমে নুন ফেলে ভাল করে গুলে নিতে হবে।

Image Source: Pexels, Pixabay

এরপর সেই জলে এক চামক বেকিং সোডা বা যদি ভিনিগার থেকে থাকে, তাহলে সেটা কিছুটা ফেলে দিয়ে গুলে নিন

Image Source: Pexels, Pixabay

এবার সেই জলে ওই কাপড় ডুবিয়ে রেখে দিন অন্তত কয়েক ঘণ্টা। সময়টা কাপড়ের পরিমাণের উপর নির্ভর করবে।

Image Source: Pexels, Pixabay

দেখবেন যাবতীয় রং বেরিয়ে গিয়েছে। এই পদ্ধতিতে একবার রং বেরিয়ে গেলে সাধারণত আর ওই কাপড় থেকে রং ওঠে না।