Image Source: Pexels, Pixabay

নতুন কাপড় বা নতুন জামা কিনলেই মনে হয় কবে পরা হবে। যে কোনও অনুষ্ঠানেই নামিয়ে পরে ফেলা হয় সেই জামা।

Image Source: Pexels, Pixabay

জামা পরা তো হল। তারপরেই শুরু হয় চিন্তা। রং উঠবে না তো? তাহলে জামা নষ্ট হবে, অন্য জামাও নষ্ট হয়ে যেতে পারে।

Image Source: Pexels, Pixabay

অনেকসময় বারবার ধুলেও রং ওঠা বন্ধ হয় না। যতবার ধোওয়া হয় ততবারই রং ওঠে সেই কাপড় বা জামা থেকে

Image Source: Pexels, Pixabay

এর জেরে ধোওয়ার সময় অন্য ভাল কাপড় নষ্ট হয়ে গিয়েছে এমনটাও অনেকের ক্ষেত্রেই হয়েছে।

Image Source: Pexels, Pixabay

এই সমস্যা এড়ানোর জন্য একটি অসাধারণ ঘরোয়া টোটকা রয়েছে। যা প্রয়োগ করলে সমস্যা মিটবেই।

Image Source: Pexels, Pixabay

রং ওঠে এমন কাপড়গুলো প্রথমে আলাদা করে রাখতে হবে। সব রঙের কাপড় একসঙ্গে রাখা যাবে না।

Image Source: Pexels, Pixabay

এবার একটি বালতি বা গামলায় সাধারণ তাপমাত্রা জলে প্রথমে নুন ফেলে ভাল করে গুলে নিতে হবে।

Image Source: Pexels, Pixabay

এরপর সেই জলে এক চামক বেকিং সোডা বা যদি ভিনিগার থেকে থাকে, তাহলে সেটা কিছুটা ফেলে দিয়ে গুলে নিন

Image Source: Pexels, Pixabay

এবার সেই জলে ওই কাপড় ডুবিয়ে রেখে দিন অন্তত কয়েক ঘণ্টা। সময়টা কাপড়ের পরিমাণের উপর নির্ভর করবে।

Image Source: Pexels, Pixabay

দেখবেন যাবতীয় রং বেরিয়ে গিয়েছে। এই পদ্ধতিতে একবার রং বেরিয়ে গেলে সাধারণত আর ওই কাপড় থেকে রং ওঠে না।