পারিবারিক আয় বছরে দেড় লাখ টাকার কম হলে, প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান পেতে পারেন রাজ্য সরকারের প্রকল্প 'রূপশ্রী' থেকে।
ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে


১৮ বছর বয়সী অবিবাহিতা মেয়ে প্রথম বিয়ের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে। পাত্রের বয়স হতে হবে ২১ বছর।
ফোটো সৌজন্য - পিটিআই


আবেদনকারীকে জন্মসূত্রে বাংলার বাসিন্দা হতে হবে অথবা গত ৫ বছর বাংলায় বসবাস করতে হবে বা বাবা-মাকে বাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
ফোটো সৌজন্য - পিটিআই


পারিবারিক বার্ষিক আয় হতে হবে দেড় লাখ টাকার মধ্যে। নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারীর।
ফোটো সৌজন্য - পিটিআই


উপযুক্ত কাগজপত্র সহ আবেদনপত্র জমা করতে হবে বিডিও বা এসডিও অফিসে বা পুর কমিশনারের অফিসে। আবেদন করতে হবে বিয়ের একমাস বা দুমাস আগে।
ফোটো সৌজন্য - পিটিআই


এবার দেখে নেওয়া যাক, আবেদনের জন্য কী কী নথিপত্র লাগবে
ফোটো সৌজন্য - পিটিআই


পারিবারিক আয়ের প্রমাণপত্র, আবেদনকারীর বয়সে প্রমাণপত্র (জন্মের শংসাপত্র বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড ইত্যাদি)
ফোটো সৌজন্য - পিটিআই


আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে স্বঘোষণা পত্র।
ফোটো সৌজন্য - পিক্সঅ্যাবে


ব্যাঙ্ক পাশবইয়ের কপি যাতে প্রয়োজনীয় তথ্য সহ আই এফ এস কোড, এম সি আই কোড ইত্যাদি আছে।
ফোটো সৌজন্য - পিটিআই


আবেদনকারী ও পাত্রের রঙিন পাশপোর্ট ফটো, প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র, পাত্রের বয়সের প্রমাণপত্র ইত্য়াদি। তথ্য়সূত্র - পশ্চিমবঙ্গ সরকার প্রকাশিত বিজ্ঞপ্তি
ফোটো সৌজন্য - পিটিআই