গরম খাবার আমরা হামেশাই ফু দিয়ে খেয়ে থাকি এটি ভাল অভ্যাস না খারাপ? ফুঁ দেওয়ার সময় আমাদের মুখ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয় গরম ধোঁয়ার সঙ্গে বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড তৈরি হয় রক্তের পিএইচ কমে বা বেড়ে গেলে সমস্যা হয় এর থেকে মারত্মক রোগও দেখা দিতে পারে রক্তের পিএইচ পরিবর্তন বিভিন্ন বড় রোগের উপসর্গ মারাত্মক রোগের ঝুঁকি বাড়ে খাদ্য গ্রহণের বেলায় সচেতন থাকতে হবে অনেকেই খাবারে ফু দিয়ে খাওয়াটা ভালো চোখে দেখেন না একসঙ্গে অনেকজনের খাবার রাখা থাকলে তাতে ফুঁ দেয়া মোটেই উচিত নয়