রাস্তায় উঠলেই ট্রাফিক লাইট দেখতে পাওয়া যায়।
স্কুল লাইফেই ট্রাফিক লাইটের নিয়ম শেখে সবাই।
লাল আলোয় থেমে যাওয়া, হলুদে যেতে প্রস্তুতি।
সবুজ আলোয় ফের যাতায়াতের অনুমতি।
জানেন কি ট্রাফিক লাইটে কেন তিনটি রঙ থাকে ?
আসলে লাল রঙ গাঢ়, তরঙ্গ দৈঘ্য সবথেকে বেশি।
অনেকদূর থেকে সহজেই লাল আলো দেখা সম্ভব।
লালের চেয়ে হলুদের পার্শ্বীয় পেরিফেরাল ভিশন ভাল।
তাই হলুদ রঙকে যেকোনও দিক থেকে দেখা সম্ভব।
সবুজ রঙ শান্তির প্রতীক, বিপদ ছাড়াই এগিয়ে যান।