'এ থার্সডে' ছবির পর ফের একবার এই 'দশভি' ছবির হাত ধরে লাইমলাইটে তিনি। তাঁর চরিত্র যেমন প্রশংসিত হচ্ছে তেমনই সমালোচিতও হচ্ছে তাঁর দক্ষতা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাল টুকটুকে পোশাকে সেজে একগুচ্ছ ছবি আপলোড করলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেছন, 'পুরো দমে দশভি'।
একদিকে 'দশভি'র জন্য অভিষেক বচ্চনকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ইয়ামির পারফরম্যান্সের জন্য নানা অসম্মানজনক রিভিউও পড়েছে।
ছবিতে তাঁর পারফরম্যান্সের জন্য যে প্রতিক্রিয়া তিনি পেয়েছেন, তাঁর বিরুদ্ধে সরব ইয়ামি। 'সবার আগে বলতে চাই সাধারণত আমি প্রশংসার সঙ্গে সমালোচনাও মেনে নিতে পারি।'
'কিন্তু যখন কোনও মাধ্যমে ইচ্ছাকৃত নানাভাবে পরিশ্রমকে নামিয়ে দেওয়া হয়, তখন মনে হচ্ছে এই বিষয়ে আওয়াজ তোলা জরুরি।'
'আ থার্স ডে', 'বালা', 'উরি' ও আমার বেশ কিছু ছবির পারফরম্যান্স আমার কাজ অনুযায়ী প্রতিক্রিয়া পেয়েছে। তবে, এবার সত্যিই যা বলা হচ্ছে, তা অত্যন্ত অসম্মানজনক।'
এক সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, তিনি বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন এই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য।
কথাবার্তায় পরিবর্তন এনেছিলেন। কথা বলার সময় ঠিক কোন শব্দে জোর দিতে হবে তা অভ্যাস করেছিলেন।
অভিষেক বচ্চনের চরিত্রের সম্পূর্ণ বিপরীত চরিত্র হয়ে ওঠার প্রয়োজন ছিল ইয়ামির।