পুরুষও শিশুকে বুকের দুধ খাওয়াতে পারে! এ কথা বললে কি সহজে বিশ্বাস হয়?
2/6
চিকিত্সক বলেছেন, অন্তঃসত্ত্বা থাকার সময় মহিলাদের প্রোলেক্টিন পিটুইটারি গ্রন্থি সক্রিয় হয়ে যায়। এরফলে সন্তানের জন্মের পর মা সহজেই তাঁর সন্তানকে স্তনপান করাতে পারেন।
3/6
ডা. রোফার্ড বলেছেন, সন্তানের জন্ম না দিয়েও এই হরমোন ট্রিটমেন্ট করিয়ে স্তনপান করাতে পারেন। এই ট্রিটমেন্টের ফলে প্রোলেক্টিন সক্রিয় হয়ে যায়। ফলে মা সন্তানকে বুকের দুধপান করাতে পারেন।
আসলে সমকামী এক যুগলের একজন তাঁদের নবজাতককে স্তনপান করিয়েছিলেন। কারণ, তাঁদের মধ্যে একজন মহিলাদের হরমোন ট্রিটমেন্ট করিয়েছিলেন। এরফলে তিনি তাঁর সন্তানকে দুধ পান করাতে পেরেছিলেন।
6/6
কিন্তু শুনতে আশ্চর্য হলেও চিকিত্সকদের মতে, এটা সম্ভব।