Live Update: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন জেটলির, শেষ শ্রদ্ধা জানাতে হাজির আডবাণী, অমিত, রাজনাথরা

সকাল ১০টা পর্যন্ত দিল্লিতে তাঁর কৈলাস কলোনির বাসভবনে শায়িত থাকবে মৃতদেহ। ১১টার সময় নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। শেষ দর্শনের জন্য সেখানেই বেলা দেড়টা পর্যন্ত শায়িত থাকবে মরদেহ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Aug 2019 03:58 PM
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হল নয়াদিল্লির নিগমবোধ ঘাটে। শেষকৃত্যে হাজির ছিলেন বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জেটলির পুত্র রোহন শেষকৃত্য সম্পন্ন করেন। শনিবার দিল্লির এইমস-এ প্রয়াত হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বিজেপির সহ-সভাপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কার্যকরী সভাপতি জে পি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি ও অনুরাগ ঠাকুর-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব জেটলিকে শেষশ্রদ্ধা জানাতে হাজির ছিলেন। পাশাপাশি কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কপিল সিব্বলও উপস্থিত ছিলেন প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হল নয়াদিল্লির নিগমবোধ ঘাটে। শেষকৃত্যে হাজির ছিলেন বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জেটলির পুত্র রোহন শেষকৃত্য সম্পন্ন করেন। শনিবার দিল্লির এইমস-এ প্রয়াত হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বিজেপির সহ-সভাপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কার্যকরী সভাপতি জে পি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি ও অনুরাগ ঠাকুর-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব জেটলিকে শেষশ্রদ্ধা জানাতে হাজির ছিলেন। পাশাপাশি কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কপিল সিব্বলও উপস্থিত ছিলেন প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অরুণ জেটলিকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন নিগমবোধ ঘাটে।

জেটলির শেষকৃত্যে হাজির উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, রাজনাথ সিংহ, অমিত শাহ, রামদেব, প্রমুখ।
বিজেপি অফিস থেকে অরুণ জেটলির শেষযাত্রা শুরু। অন্তিম সংষ্কার হবে নিগমবোধ ঘাটে।
রাজনাথ সিংহের শ্রদ্ধাজ্ঞাপন

অরুণ জেটলিকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন অমিত শাহের

প্রেক্ষাপট

নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির আজ শেষকৃত্য। সকাল ১০টা পর্যন্ত দিল্লিতে তাঁর কৈলাস কলোনির বাসভবনে শায়িত থাকবে মৃতদেহ। ১১টার সময় নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। শেষ দর্শনের জন্য সেখানেই বেলা দেড়টা পর্যন্ত শায়িত থাকবে মরদেহ। এরপর বিজেপির সদর দফতর থেকে শেষযাত্রা শুরু হবে। দুপুর আড়াইটেয় নিগমবোধ ঘাটে হবে শেষকৃত্য।
৬ অগাস্ট এইমস থেকেই চিরবিদায় নেন ভারতীয় রাজনীতির আরেক উজ্জ্বল নক্ষত্র, সুষমা স্বরাজ। তার ১৮ দিন পর ২৪ অগাস্ট নিভে গেল আরও এক নক্ষত্র। আরও এক প্রথম সারির রজনীতিককে হারাল দেশ। তিনি অরুণ জেটলি। এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোদি সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী। প্রায় একবছর ধরে জেটলি ভুগছিলেন কিডনির অসুখে। সমস্যা ছিল ডায়াবেটিসের। কিডনি প্রতিস্থাপনও করা হয়। এর মধ্যেই অসুস্থতার জন্য গত ৯ অগাস্ট তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। ১৭ তারিখ থেকে ছিলেন ভেন্টিলেশনে। শনিবার দুপুরে আসে দুঃসংবাদ।
এইমস থেকে জেটলির মরদেহ নিয়ে যাওয়া হয় দিল্লির কৈলাস কলোনিতে তাঁর বাসভবনে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.