Astro Tips: একাধিক শুভকাজের যোগ রয়েছে আজ, দিনের ভাল সময় কখন ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৫ অগ্রহায়ণ, ২২ নভেম্বর -
সূর্যোদয় - সকাল ৬টা ০ মিনিট
সূর্যাস্ত - সন্ধে ৪টা ৪৭ মিনিট
কালবেলাদি - ২:৬ গতে ৪:৪৭ মধ্যে
কালরাত্রি - ১১:২৪ গতে ১:৩ মধ্যে
যাত্রা - নেই, রাত্রি ৭:৫ গতে যাত্রা শুভ দক্ষিণে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ, রাত্রি ৮:১৭ গতে মাত্র দক্ষিণে নিষেধ
শুভকাজ- দিবা ৯:২৩ মধ্যে গাত্রহরিদ্রা অব্যূঢ়ান্ন (দ্বিরাগমন, দীক্ষা, গৃহারম্ভ, গৃহপ্রবেশ) নামকরণ, গ্রহপুজো, শান্তিস্বস্ত্যয়ন, বৃক্ষাদিরোপণ, বিবাহ- রাত্রি ৮:১৭ গতে ১১:২৩ মধ্যে পুনঃ রাত্রি ১:৩ গতে ৩:৩০ মধ্যে মিথুন, কর্কট, সিংহ ও কন্যালগ্নে সুতহিবুকযোগে বিবাহ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল-
মেষ - ডেয়ারি শিল্পের সঙ্গে জড়িতরা আজ আর্থিকভাবে লাভবান হতে পারেন। পারিবারিক জমায়েতের সম্ভাবনা। সামনে যে সুযোগ আসছে, সেটা কাজে লাগান। সাবধানতা অবলম্বন করুন। কারণ, আপনার অতীতের কোনও বিষয় স্ত্রীকে হতাশ করে তুলতে পারে।
বৃষ - সামাজিক জীবনের থেকেও স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। এই রাশির যেসব জাতক আন্তর্জাতিক ব্যবসায় জড়িত, তাঁরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। প্রতিকূল পরিস্থিতিতেও স্ত্রীকে ভালবাসা দিন।
মিথুন - গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। কারণ, অন্যের অসাবধানতা আপনার ক্ষতি করতে পারে। আজ সারাদিন আর্থিক লেনদেন চলবে। তবে, দিনের শেষে কিছু টাকা বাঁচাতে সক্ষম হবেন। আজ কোনও নতুন পরিকল্পনা বা কাজ শুরু করতে পারেন। আজ স্ত্রীর সঙ্গে উপভোগ্য সময় কাটাবেন।
কর্কট - যদি আজ হতাশ বোধ করেন, তাহলে সঠিক কাজ এবং ইতিবাচক চিন্তায় স্বস্তি পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পরিবারকে সময় দিন। আজ দিনটি ভালবাসার রঙে পূর্ণ থাকবে। তবে, কোনও পুরনো ইস্যুকে কেন্দ্র করে রাতে স্ত্রীর সঙ্গে বাদানুবাদ হতে পারে। প্রচুর অবসর সময় থাকা সত্ত্বেও, সন্তোষজনক কাজ করতে বেগ পেতে হবে।
সিংহ - আপনার তরফে দ্রুত কোনও পদক্ষেপ, দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দেবে। প্রতিবেশী কেউ আপনার কাছে ঋণ চাইতে পারেন। কিন্তু, আর্থিক ক্ষতি ঠেকাতে তাঁর বা তাঁদের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিন। ব্যক্তিগত সমস্যার সমাধানে কোনও বন্ধু উপদেশ নিয়ে এগিয়ে আসতে পারেন। নিজের মতামত জানাতে দ্বিধা করবেন না।
কন্যা - হাসিখুশি থাকুন। কারণ, এটা যাবতীয় সমস্যার সমাধান। বাড়ি থেকে বেরনোর আগে, আজ বড়দের আশীর্বাদ নিন। তাতে উপকৃত হবেন। কাজে নজর দিন। কারণ, কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। বিবাহিত জীবনে একাধিক উত্থান-পতনের মধ্যে চললেও, আজ একে অপরের প্রতি ভালবাসা দেখানোর আদর্শ দিন।
তুলা - পিঠে ক্রমাগত ব্যথা নিয়ে সতর্ক থাকুন। বিশেষ করে যদি দুর্বলতা থাকে। আজ বিশ্রামকে অগ্রাধিকার দিন। যাঁরা স্টক মার্কেটের সঙ্গে জড়িত, তাঁরা ক্ষতির মুখে পড়তে পারেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তায় নজর দিন। কীভাবে সময়ের সদ্ব্যবহার করা যায় তা সন্তানদের বোঝান। আজ স্বামী-স্ত্রীতে অল্প টানাপোড়েন দেখা দিতে পারে।
বৃশ্চিক - ধ্যান ও যোগ আপনাকে উপকৃত করবে। আজ জমিজমা বা সম্পত্তিতে বিনিয়োগ করবেন না। বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ভালবাসা মজবুত করতে হলে তৃতীয় কারও কথা উপর ভিত্তি করে চলবেন না। কাজের পরিবেশ অনুকূল থাকবে। কোনও বন্ধুর বাড়িতে অবসর সময় কাটাতে পারেন। ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকুন।
ধনু - আজ আপনার চারপাশের মানুষজন আপনাক উজ্জ্বীবিত করবে। তাড়াতাড়ি টাকা রোজগারের তীব্র ইচ্ছা জাগবে। শিল্পীরা তাঁদের সৃষ্টিশীল সত্ত্বা দেখানোর সুযোগ পাবেন। ভ্রমণে উপকৃত হবেন। তবে, খরচও হবে।
মকর - কর্মস্থলে সিনিয়রদের থেকে কাজের চাপ এবং বাড়িতে অশান্তির জেরে মানসিক চাপ বাড়বে। মনঃসংযোগে ব্যাঘাত ঘটবে। স্টক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি লাভের সম্ভাবনা। সন্তানরা প্রত্যাশা পূরণ করতে না পারলে, তাদের উৎসাহিত করুন। অফিসের কাজ শেষ করতে অবসর সময় কাজে লাগান।
কুম্ভ - আপনার নির্দয় ব্যবহার স্ত্রীর মেজাজ বিগড়ে দিতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের জন্য অনেকটা খরচ করতে হতে পারে। যার প্রভাব পড়তে পারে আপনার আর্থিক পরিকল্পনায়। তবে, এই পদক্ষেপে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনের পক্ষে দিনটি অসাধারণ।
মীন - বন্ধুর কাছ থেকে কোনও প্রশংসা আপনাকে আনন্দিত করে তুলবে। পরিচিতির মধ্যে থেকে আয়ের নতুন উৎস পাবেন। আধিপত্যশীল মনোভাব থেকে বিরত থাকুন। কারণ, তাতে সহকর্মীর থেকে সমালোচনা ধেয়ে আসতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।