Astro Tips : জরুরি কাজে বেরোচ্ছেন ? দেখে নিন দিনের ভাল-খারাপ সময়
Dainik Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৯ শ্রাবণ, ২৬ জুলাই -
সূর্যোদয়- সকাল ৫টা ৭ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২১ মিনিট
কালবেলাদি- ৮:২৬, গতে ১০:৫ মধ্যে ও ১১:৪৪ গতে ১:২৩ মধ্যে
কালরাত্রি- ২:২৬, গতে ৩:৪৬ মধ্যে
যাত্রা- নেই
শুভকাজ- দিবা ১০:৩৮ মধ্যে সাধভক্ষণ, নামকরণ, দেবতাগঠন ও শান্তিস্বস্ত্যয়ন
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
বিপজ্জনক গ্রহণ-যোগ, আগামী ২ দিন সাবধানে থাকতে হবে এই রাশিকে !
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহ ও নক্ষত্রের অবস্থান পরিবর্তনের ফলে অনেক ধরনের শুভ ও অশুভ যোগ তৈরি হয়। এই যোগ সরাসরি সবাইকে প্রভাবিত করে। শুভ যোগ গঠিত হলে- একজন ব্যক্তি সুখে বসবাস করেন। বিপরীতে দিকে, কুণ্ডলীতে অশুভ যোগ গঠনের কারণে, ব্যক্তি সারা জীবন অস্থির থাকেন। এই অশুভ যোগগুলির মধ্যে একটি হল "গ্রহণ যোগ"। এটি জ্যোতিষশাস্ত্রে খুবই অশুভ বলে বিবেচিত হয়।
এই বিপজ্জনক গ্রহণ-যোগ আজ অর্থাৎ ২৫ জুলাই তুলা রাশিতে দুপুর ১১টা ১৩ মিনিটে গঠিত হয়েছে। এই যোগ শেষ হবে ২৭ জুলাই সন্ধ্যা ৭.২৮ মিনিটে। এই অশুভ যোগের কারণে আগামী দুই দিন বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু-কেতু ও চন্দ্র বিশেষ গ্রহ। রাশিতে রাহু বা কেতু ও চন্দ্রের যোগ থাকলে গ্রহণ যোগ হয়। বর্তমানে কেতু তুলা রাশিতে অবস্থান করছে। মঙ্গলবার থেকে এখানে চাঁদের রাশি পরিবর্তন হচ্ছে। যে কারণে তুলা রাশিতে গ্রহণ যোগের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহণ যোগের প্রভাব এত বেশি হতে পারে যে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারেন।
গ্রহণ-যোগের ক্ষতি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহণ যোগের প্রভাব একজন ব্যক্তির মন ও মস্তিষ্কে পড়ে। এই কারণে, সংশ্লিষ্ট রাশির জাতকদের চাপ, অতিরিক্ত চিন্তা, আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। গ্রহণ যোগের কারণে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়। শিক্ষা ও খেলাধুলোর ক্ষেত্রে দেখা যায় নানান উত্থান-পতন। এই ত্রুটির কারণে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। গ্রহণ যোগের কারণে একজন ব্যক্তি সর্বক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে থাকেন। শত্রুরা আপনাকে বিরক্ত করতে শুরু করবে। এই ত্রুটি মায়ের স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলে।
জ্যোতিষশাস্ত্রে গ্রহণ যোগের প্রভাব কমাতে কিছু ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। গ্রহণ যোগ তৈরি হলে মন্দিরে গিয়ে শিবলিঙ্গের জলাভিষেক করতে হবে। যদি বুধবার হয়, তবে গণেশের পুজো করা উচিত। গণেশের আরাধনা করলে কেতু গ্রহের সৃষ্ট দোষ-ত্রুটি দূর হয়। বুধবার গরুর সেবা করে এবং গরিবদের সাহায্য ও দান করলেও এই ত্রুটি দূর হয়ে যায়।