Abhishek Banerjee: বারুইপুরের মতোই কোচবিহারে ১০জনকে র্যাম্পে হাঁটালেন অভিষেক
ABP Ananda LIVE : জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত, বারুইপুরের মতোই কোচবিহারে ১০জনকে র্যাম্পে হাঁটালেন অভিষেক। বিজেপিকে যত জেতাবেন...ততই অধিকার থেকে বঞ্চিত হবেন বলে আক্রমণ।
ভোটের মুখে ৯টি অমৃত ভারতের মধ্যে ৭টি ট্রেনই পাচ্ছে পশ্চিমবঙ্গ
ভোটের মুখে ৯টি অমৃত ভারতের মধ্যে ৭টি ট্রেনই পাচ্ছে পশ্চিমবঙ্গ। অসম পাচ্ছে ২টি অমৃতভারত এক্সপ্রেস। খুব শীঘ্রই ট্রেনগুলির সূচনা, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গের ৭টি ট্রেনের মধ্যে চারটিই উত্তরবঙ্গ থেকে ছাড়বে। ৩টি ট্রেন ছাড়বে হাওড়া, শিয়ালদা ও সাঁতরাগাছি থেকে। ২টি অমৃতভারত ট্রেন পাচ্ছে অসম, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তরবঙ্গ থেকে দুটি ট্রেন তামিলনাড়ু, একটি মুম্বই ও একটি বেঙ্গালুরু যাবে । নিউ জলপাইগুড়ি-নাগেরকয়েল (তামিলনাড়ু), নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি (তামিলনাড়ু), আলিপুরদুয়ার-SMVT বেঙ্গালুরু ও আলিপুরদুয়ার-পানভেল মুম্বই। কলকাতার ৩ স্টেশন থেকে ছাড়বে তিনটি ট্রেন। সাঁতরাগাছি-তম্বরম (তামিলনাড়ু), হাওড়া-আনন্দবিহার ও শিয়ালদা-বেনারস অমৃতভারত এক্সপ্রেস। গুয়াহাটি (কামাক্ষ্যা)-রোহতক ও ডিব্রুগড় লখনউ অমৃতভারত ট্রেন পাচ্ছে অসম।

















