কলকাতা:  কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল দেখে নিন (astrology)


মেষ- জীবনে উত্থান-পতন হতে পারে। সমস্য়া সমাধানের দিকে নজর রাখুন। মন শান্ত রাখুন, অকারণে মনে উদ্বেগ জমতে দেবেন না। গাড়ি চালানো এড়ান।


বৃষ- কোনও কাজ শেষ করার লক্ষ্য থাকলে এদিন তা করতে পারেন। পেট সংক্রান্ত কোনও সমস্যায় ভুগতে পারেন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। 


মিথুন- স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভাল যাবে। পৈতৃক সম্পত্তি হাতে আসতে পারে। অংশীদারি কাজ এড়িয়ে চলুন। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন।


কর্কট- কর্মক্ষেত্রে ভাল সময় কাটবে। কাজের জায়গায় সম্মান পাবেন। সহকর্মীরা আপনার কাজে খুশি হবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। সঙ্গীর সঙ্গে মতপার্থক্য দূর হবে।


সিংহ-  এদিন কারও সঙ্গে কোনওরকম তর্কে জড়াবেন না। সমস্যা থাকলে ঠান্ডা মাথায় চললে সমাধান পাবেন। কোনও দীর্ঘ যাত্রায় এদিন বেরবেন না। ব্যবসার জন্য ভাল দিন নয়। 


কন্যা- কোনওরকম উদ্বেগের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ব্যবসায় এখন লগ্নি না করাই ভাল। নয়তো আর্থিক সংকটে পড়তে হতে পারে। চাকরিতে সাবধানে কাজ করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার ভাবমূর্তি খারাপ করার জন্য কেউ চেষ্টা করতে পারে।


তুলা- এদিন দূরে কোথাও না গেলেই ভাল। কোনও প্রকল্প অসম্পূর্ণ হয়ে যেতে পারে। তার জন্য চিন্তা করবেন না। এদিন আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।   


বৃশ্চিক- স্বাস্থ্যের সমস্যা হতে পারে। চোখের কোনও সমস্যা হতে পারে। স্বাস্থ্যের জন্য কাজে সমস্যা হতে পারে। অচেনা কাউকে টাকা ধার দেবেন না। পুরনো বন্ধুর তর্ক হতে পারে, কোনও তর্ক এড়িয়ে চলবেন। 


ধনু- বাবা-মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। খাবারের যত্ন নিন। পারিবারিক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন। এদিন ব্যবসায় বড়সড় সুবিধা পাবেন। প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হতে পারেন।


মকর- নিজের বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। পারিবারিক ক্ষেত্রে বচসা এড়িয়ে চলবেন। যে কোনও কাজে জীবনসঙ্গীর সমর্থন পাবেন। সন্তানের বিষয়ে সুখ পাবেন। 


কুম্ভ- প্রয়োজনে ডাক্তারের কাছে যান। চাকরির জায়গায় সম্মান বাড়বে। পছন্দের কাজ করতে পারেন। 


মীন- বুদ্ধিমত্তা দিয়ে সব সমস্যার সমাধান করতে পারবেন। ব্যবসায় নতুন কিছু শুরু করার জন্য ভাল দিন। আধ্যাত্মিকতার দিকে মন যেতে পারে।



আরও পড়ুন: 'কুকুর চুরি করেছেন', অভিযোগ প্রাক্তনের, 'সুবিধা নিয়েছেন', দাবি ব্যবসায়ীর, বিড়ম্বনা বাড়ল মহুয়ার