কলকাতা: আজ ২৬ মার্চ, শুক্রবার। আজ পড়বে কি সোনা রোদ আপনার বারান্দায়, নাকি আকাশ মেঘে ঢাকতে পারে ? এমন চিন্তা আনাগোনা করে বইকি। আবার সোনা রোদের মাঝেও উড়তে থাকে বৃষ্টি। তারপর আকাশ কমলা হয়। ঠিক কেমন রঙ ছড়াবে আজ ? কী বলছে আপনার রাশি ? দিগন্ত জুড়ে সাফল্য নাকি আচমকাই ছন্দপতন ? গ্রহ- নক্ষত্ররা কেমন প্রভাব ফেলবে ? সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও।


মেষ-  ভ্রমণে বাধা আসতে পারে। কর্মস্থানে সুখবরের সম্ভাবনা।অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কারও প্ররোচনায় কোনও কাজ হাতে নেবেন না। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। প্রিয়জনের থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। 


বৃষ- প্রেমে মানসিক চাপের আশঙ্কা।হতাশায় ক্ষতির আশঙ্কা। পরিশ্রমের ফল পাবেন। দরকারি কাজ সেরে রাখুন।নতুন কাজের খবর আসতে পারে, প্রস্তুত থাকুন সেই জন্য। তর্ক বাধতে পারে, মাথা ঠান্ডা রাখুন।বায়ুপথ এড়িয়ে চলুন। 


মিথুন- নিঃসঙ্গতা আসতে পারে।রাস্তাঘাটে সতর্ক থাকবেন। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।  অশান্তি মিটে যাবে। পাওনা আদায়ে অশান্তি। ঝামেলা থেকে দূরে থাকুন। সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে। বুঝে পদক্ষেপ নিন।


কর্কট- কর্মস্থানে চাপ বাড়বে। প্রেমে সতর্ক থাকুন। চলাফেরায় সতর্ক থাকুন। ভ্রমণের আলোচনা বাতিল হওয়ার সম্ভাবনা। বুঝে বিনিয়োগ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে, সঞ্চয়ে মন দিন।


সিংহ-  প্রেমে বাধা থাকবে না। শরীর নিয়ে সতর্ক থাকুন। কারও প্রতি দুর্বলতা বাড়তে পারে, প্রেমে পড়তে পারেন নতুন করে।   স্বামীর কোনও কাজে শান্তি পাবেন আপনি।  আবেগের বশে কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন।


কন্যা-   ভাল খবর আসতে পারে। কাজের জন্য বিদেশ ভ্রমণ।  বাবা-মায়ের ব্যবহারে মানসিক চাপ বাড়তে পারে। আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যান। প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন।


তুলা-  বাড়িতে বিবাদের আশঙ্কা। শত্রু নিয়ে সতর্ক থাকুন।  কাউকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। প্রেমে নতুন দিগন্ত। চাকরির স্থানে সাবধান। বিয়ে নিয়ে আলোচনা হবে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন।  


বৃশ্চিক-সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা।চাকরিতে পদোন্নতির সম্ভাবনা।মিথ্যে বদনামে জড়াতে পারেন, সতর্ক থাকুন।রাগের থেকে ক্ষতির আশঙ্কা। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। 


ধনু- আয় ভাল হবে। গুপ্তশত্রু সম্পর্কে সাবধান হন।নতুন কাজের সুযোগ আ সছে। অংশীদারি ব্যবসায় সাফল্য। বিবাদ এড়িয়ে চলুন। ভালবাসার সম্পর্কে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণশোধ করে ফেলার চেষ্টা করুন। সমস্যায় পড়লে স্বামীর সঙ্গে আলোচনা করুন, সমাধান মিলবে।


মকর- ব্যবসায় সাফল্য আসবে। বিয়ের সম্ভাবনা প্রবল। কথা বুঝে বলুন, নইলে অসুবিধায় পড়তে পারেন। কাজের সূত্রে ভ্রমণ। কাজের জায়গা বদলাতে পারে।   কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন। কাজের জন্যে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।  


কুম্ভ- প্রেমে সফল হবেন।চিকিৎসায় খরচ বাড়তে পারে। প্রেমে বিচ্ছেদের আশঙ্কা, বুঝে এগোন সম্পর্কে। কাজের চাপ বাড়বে। আজ আপনার ইচ্ছেপূরণ হতে পারে। তর্ক থেকে এড়িয়ে যান। চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে। 


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


 মীন- কর্মস্থলে ঝামেলা মিটবে। রাগ নিয়ন্ত্রণে আনুন, নইলে বিপদ। প্রতিবেশির থেকে সতর্ক থাকুন, অযথা তর্কে যাবেন না, সম্মানহানির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিরুদ্ধে যেতে পারে। অশান্তি এড়িয়ে যান।