Daily Astrology: প্রেমে শুভদিন, চাকরিস্থানে কারা সতর্ক থাকবেন ? কেমন যাবে আজকের দিন ?
Daily Astrological Prediction: আজ ২৯ জানুয়ারি, রবিবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
কলকাতা: আজ ২৯ জানুয়ারি, রবিবার। ভাল কিছু হওয়ার অপেক্ষায় সবাই। তবে আপনার রাশি এবং আপনার কাজ দুই মিলে আপনাকে ফল দেবে। তাই চিন্তা করবেন না, ভাল কিছু খবর থাকলে আবেগে ভাসবেন না। উল্টোটা হলে সতর্ক থাকুন। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও।
মেষ- সামাজিক কাজ করে তৃপ্তি মিলবে। আর্থিক বিষয়ে ভাল পরিস্থিতি আসবে। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন। ঋণ মুক্ত হতে চলেছেন আপনি।
বৃষ- আজ প্রিয়জনের থেকে ভালবাসা পাবেন। যার গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত বা গাড়ি চালান, তাদের জন্য আজ শুভ দিন। আইনি জটিলতা বাড়তে পারে।
মিথুন- কাজের জায়গায় চাপ বাড়বে। অতিরিক্ত রাগ, আপনার কাজে ক্ষতি বয়ে আনবে। পুলিশি ঝামেলায় পড়লেও মুক্তি পাবেন। দাম্পত্যে চাপ বাড়বে।
কর্কট- চাকরিস্থানে বিবাদ বড়তে পারে। বাড়ি থেকে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ মিলবে। পেটের সমস্যা বাড়তে পারে। আজ কোনও ভাল খবর আসতে পারে।
সিংহ- প্রতিবেশীদের থেকে সাবধানে থাকুন, ঝামেলায় জড়াবেন না। আবেগ নিয়ন্ত্রনে রাখুন, নইলে বিপদে পড়তে পারেন। সুগারের সমস্যায় বাড়তে পারে জটিলতা। কাজ করতে গিয়ে ভয় পাবেন না, অসুবিধা তৈরি হতে পারে।
কন্যা- প্রেমে অতিমাত্রায় আবেগ আপনার জন্য ক্ষতি বয়ে আনতে পারে। কাজের জায়গায় সতর্ক থাকুন, পরিশ্রমী না হলে অসুবিধায় পড়তে পারেন। শরীর নিয়ে সতর্ক থাকুন ।
তুলা- প্রেমের ক্ষেত্রে আজ শুভ দিন। দাম্পত্য জীবনে সুখের খবর আসছে। সতর্ক থাকুন, বিপদের আশঙ্কা রয়েছে। রাস্তায় বের হলে সাবধানে চলাফেরা করুন। পরিবারে সুখ ফিরবে।
আরও পড়ুন, পরের মাসে নতুন চাকরি, পদোন্নতি; ব্যবসায় অগ্রগতির সুযোগ এদের !
বৃশ্চিক- রাগ নিয়ন্ত্রনে রাখুন, না হলে ক্ষতির মুখোমুখি হবেন। ভাগের সম্পত্তি নিয়ে সতর্ক থাকুন। ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে বাধা আসতে পারে।
ধনু- আগুন থেকে সাবধান থাকুন। ভ্রমণের জন্য আজ ভাল দিন নয়। কর্মক্ষেত্রে ঠান্ডা মাথায় কাজ করুন, নইলে অশান্তি বাড়বে। ব্যবসায় যুক্ত থাকলে উন্নতি হবে।
মকর- প্রেমের জন্য শুভদিন। কাউকে নিয়ে বিদ্রুপ করবেন না, আপনার আনন্দ বিপদ ডেকে আনতে পারে। অতিরিক্ত আয়ের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ- চাকরিস্থানে উন্নতি হতে চলেছে। আজ ইচ্ছাপূরণ হওয়ার দিন। পড়াশোনায় চাপ বাড়তে পারে। শরীর নিয়ে সতর্ক থাকুন।
মীন- ঘুরতে যাওয়ার সুযোগ আসছে। ব্যবসায় সুখবর আসছে। কর্মস্থানে বিবাদে জড়াতে পারেন। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।